দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ড. মাহফুজুর রহমান, যাকে বাংলাদেশে বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের প্রবক্তা বলা হয়। তিনিই প্রথম এদেশে স্যাটেলাইটভিত্তিক টিভি চ্যানেল এটিএন বাংলা চালু করেছিলেন। আগেও তিনি গান গেয়ে ভক্তদের তৃপ্ত করেছেন এবারও ঈদে তিনি ভক্তদের জন্য ১০টি গান নিয়ে আসছেন।
অবশ্য বিভিন্ন সময় নানা রকম মন্তব্যের জন্য সমালোচনা ও বিতর্কেরও জন্ম দেন তিনি। পাশাপাশি ২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হয়ে বেশ হৈ চৈ ফেলে দেন দেশজুড়ে। হাটে, ঘাটে, মাঠে, সর্বত্রই ছিলো ড. মাহফুজুর রহমানকে নিয়ে নানা আলোচনা।
ওই ঈদেও ১০টি গান নিয়ে তার একক সংগীতানুষ্ঠানটি সবেচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানের স্থান দখল করে নেয়। সেই শুরুর পর থেকে এখনও গান করছেন ড. মাহফুজুর রহমান। তার এই ‘বেসুরো গায়কী’ নিয়ে অনেক রকম সমালোচনা ও বিতর্ক চললেও দমে যাননি তিনি। গান করেই চলেছেন নিয়মিতভাবে।
ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনার পাশাপাশি অনেকেই মাহফুজুর রহমানের গান পছন্দও করছেন। সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। তাদের মতে, বর্তমানে অনেক শিল্পীই গানের কিছু্ না জেনে-বোঝেই তারকাখ্যাতি পেয়ে যান করপোরেট সমর্থন। সেখানে একজন চ্যানেল মালিক এবং সংগীতানুরাগী হিসেবে ড. মাহফুজুর রহমানের গান করা অনেক বেশিই যৌক্তিক এবং আনন্দের।
২০১৬ সালের কোরবানি ঈদে প্রথম ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামের অনুষ্ঠানের পর পরবর্তী বছর ২০১৭ সালে রোজার ঈদে প্রচার হয় ‘প্রিয়ারে’ এবং কোরবানি ঈদে প্রচার হয় তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আল্পনা আঁকি’। গত বছর রোজার ঈদে প্রচার হয়েছে ‘মনে পড়ে তোমায়’ ও কোরবানি ঈদে ‘বলোনা তুমি কার’।
সেই ধারাবাহিকতায় এবারের রোজার ঈদেও আসছে তার নতুন গান। ঠিক সেভাবেই এবারের ঈদেও প্রস্তুত রয়েছেন ড. মাহফুজুর রহমান। এবার তিনি ১০টি গান গাইবেন। তার একক সংগীতানুষ্ঠানের নাম ‘মন থেকে রইলো শুভ কামনা’।
তার এই গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানগুলোর কথা লিখেছেন প্রদীপ সাহা, শেখ রেজা শানু, মোহাম্মদ ইকবাল হোসেন, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
ড. মাহফুজুর রহমানের গাওয়া গানগুলো হলো- ভুলে গেলে তুমি, মনের কারাগারে, শত চেষ্টাতেও, দেখছি যতই, যে ক্ষতি, আমার পৃথিবী, চাঁদ মুখ, ফিরে এসো, কোথায় হারালে ও তুমি এক পা বাড়ালে গানগুলো।
এটিএন বাংলার একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইলো শুভ কামনা’ ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
This post was last modified on মে ২১, ২০১৯ 9:47 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৯ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদি আপনি হৃদরোগের থেকে দূরে থাকতে চান তাহলে ভরসা রাখতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে গতকাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাশ্রয়ী দামে শক্তিশালী ব্যাটারি, দ্রুত চার্জিং সুবিধা; সাথে দৃঢ়তা ও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারণব্যধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান।…