দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স কম বলে অনেকেই তাকে অবজ্ঞা করে। কিন্তু অবজ্ঞা করলেও তিনি কিন্তু বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় একজন নায়িকা। হ্যা ঠিক তাই আমরা পূজা চেরির কথায় বলছি। এবার এসএসসি পাস করেছে। কোন কলেজে ভর্তি হচ্ছেন পূজা চেরি?
বর্তমান সময়ের এক অন্যতম জনপ্রিয় নায়িকা পূজা চেরি। সদ্যই পাশ করেছেন এসএসসি। রাজধানীর মগবাজার গার্লস হাইস্কুল হতে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ গ্রহণ করেন। পূজা বাণিজ্য বিভাগের ছাত্রী।
এখন কলেজে ভর্তি হবার পালা, তবে কোন কলেজে ভর্তি হবেন হালের এই চিত্রনায়িকা? গণমাধ্যমকে এই বিষয়ে তিনি বলেন, ‘আসলে ভালো বা বড় কোনো কলেজে ভর্তি হতে হবে এমন কোনো বিষয় না। আমি তো নিয়মিতভাবে ক্লাস করতেও পারবো না। পড়াশোনাটা বাসাতেই বেশি করে করতে হবে। তবে মোটামুটি একটা মানের কলেজে ভর্তি হবো।’
পূজা আরও বলেছেন, ‘বাসার আশেপাশের কোনো কলেজেই ভর্তি হতে চাই। যেহেতু আমরা চাইলে এখন পছন্দমতো কলেজে ভর্তি হওয়া সম্ভব হবে না। আমি আবেদন করেছি। ভর্তির তালিকায় রয়েছে মিরপুর কলেজ, বঙ্গবন্ধু কলেজ- এটাও মিরপুরে। তাছাড়া সিদ্ধেশ্বরী কলেজেও আবেদন করেছি। দেখা যাক কোন কলেজে নির্বাচিত হতে পারি। জুনে ফলাফল দেবে সেটার অপেক্ষাতেই রয়েছি।’
পড়াশোনাকে বিশেষভাবে গুরুত্ব দিতে চান সে কথা উল্লেখ করে পূজা বলেন, ‘আসলে এবার পড়াশোনাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ইন্টারমিডিয়েটে ফলাফল আমি আরও বেটার করতে চাই। তারপর গ্র্যাজুয়েশন ভালোভাবে সম্পন্ন করবো। পড়াশোনার সেঙ্গ কোনো আপোস নয়। হয়তো আমি ক্লাস কম করতে পারছি, তবে সেটি পুষিয়ে দেবো বাসায় পড়াশোনা করে।’
ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এখন শিক্ষিত মানুষ ছাড়া টিকে থাকা সম্ভব নয় এমনটাই মনে করেন পূজা চেরি। তিনি বলেন, ‘এখন পড়াশোনা জানা মানুষকেই বেশি সিলেক্ট করা হয় অভিনয়ের জন্য। পড়াশোনা না জানলে তো অভিনয়ের ক্যারিয়ারও দীর্ঘ বা ভালো হবে না। বর্তমানে যারা অভিনয় করছেন তারা সবাই শিক্ষিত। সে কারণে আমি নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই।’
This post was last modified on মে ৩০, ২০১৯ 10:59 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…