নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় সদস্য ৫৮ জন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের লোকসভায় নির্বাচনে বিজেপির বিপুল ব্যবধানে বিজয়ের পর দফায় দফায় আলোচনা শেষে ৫৮ জনকে নিয়ে গঠন করা হয়েছে দ্বিতীয় মেয়াদের জন্য নরেন্দ্র মোদির মন্ত্রিসভা।

ভারতের লোকসভায় নির্বাচনে বিজেপির বিপুল ব্যবধানে বিজয়ের পর দফায় দফায় আলোচনা শেষে ৫৮ জনকে নিয়ে গঠন করা হয়েছে দ্বিতীয় মেয়াদের জন্য নরেন্দ্র মোদির মন্ত্রিসভা।

গতকাল (বৃহস্পতিবার) ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় নরেন্দ্র মোদির শপথ শেষে নতুন মন্ত্রীদের শপথ করান ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোভিন্দ।

শপথের জন্য মোদির নাম ঘোষণার সময় হতেই শুরু হয় হর্ষধ্বনি। শপথ শেষেও জয়োধ্বনি ওঠে নরেন্দ্র মোদির নামে। ২৩ মে ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ৫৪২ আসনের লোকসভায় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ৩৫২ আসন। বিজেপি পায় ৩০৩ টি আসন। ভোটের শতাংশ হার এবং আসন উভয়ক্ষেত্রেই ২০১৪ সালের চেয়েও এগিয়ে এবার সরকার গঠন করলো নরেন্দ্র মোদি সরকার।

মন্ত্রীসভার ৫৮ জন সদস্যের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী ও ৯ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হন। মন্ত্রিসভায় নারী সদস্য হলেন ৬ জন। এবার মন্ত্রিসভায় নতুন মুখ রয়েছে ১৯ জন।

ভারতের প্রধানমন্ত্রী মোদির সংক্ষিপ্ত শপথের পরই শপথ নেন রাজনাথ সিং। যিনি আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এরপরই আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের সহচর এবং ঘনিষ্ঠজন বিজেপি সভাপতি অমিত অনিলচন্দ্র শাহ।

টানা দুইবারের নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ে মোদি–শাহ জুটির ব্যাপক অবদান রয়েছে বলে মনে করা হয়। অমিত শাহ বিজেপির সভাপতি। অমিত শাহের পর একের পর এক শপথ নেন নিতিন জয়রাম গড়কড়ি, ডিবি সদানন্দ গোড়ৌ, নির্মলা সীতারমন, রামবিলাস পাসোয়ান, নরেন সি টোমার, রবিশংকর প্রসাদ, সাবেক পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর, স্মৃতি জুবিন ইরানীসহ অন্যান্যরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, প্রবীণ বিজেপি নেতা এল কে আদভানি, মুরলি মনোহর যোশী, কংগ্রেস নেতা গুলাম নবী আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর এক টুইটার বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের সেবায় নিয়োজিত হতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।’

উপস্থিত ৮ হাজার অতিথির মধ্যে বিমসটেকের সদস্য রাষ্ট্র বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটানের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা উপস্থিত ছিলেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এই অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি।

This post was last modified on মে ৩১, ২০১৯ 9:19 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ঘড়ির কাঁটা ধরে খাবার খাওয়াটা জরুরি: কোন খাবার কখন খেলে পাবেন সুফল?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘড়ির কাঁটা ধরে খাওয়ার বিষয়টি সম্পর্কে পুষ্টিবিদরা জানিয়েছেন, শুধু ডায়েট…

% দিন আগে

এবার চীনও ইলন মাস্কের স্টারলিংকের আদলে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে পুরো বিশ্বই প্রযুক্তির উৎকর্ষে আবর্তিত হচ্ছে। বিশেষ করে স্যাটেলাইট…

% দিন আগে

‘ওম্যান অব দ্য ইয়ার’ দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ওম্যান অব দ্য ইয়ার’ এবার ভারতীয় সিনেমায় বিশেষ অবদানের জন্য…

% দিন আগে

ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু কেনো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঐক্য সম্মেলনে ইরানের জাতীয় সংগীতে দাঁড়ালেন না আফগান মন্ত্রী: কিন্তু…

% দিন আগে

ট্রেনের দরজায় ঝুলে কেরামতি: রিল বানাতে গিয়ে লোহার স্তম্ভে বাড়ি খেলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেনের পাদানিতে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। পাদানিতে দাঁড়িয়ে ট্রেনের…

% দিন আগে

এই খাড়া পাহাড়গুলো দেখতে কেমন লাগছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ আশ্বিন ১৪৩১…

% দিন আগে