দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফরান নিশোর কলার চেপে ধরা তানজিন তিশার এই অগ্নিমূর্তি ও নিশোর অসহায়ত্বের দৃশ্যের ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। ঈদের আগ মুহূর্তে ভিডিওটি দেখা গেছে সবখানেই।
আফরান নিশোর কলার চেপে ধরা তানজিন তিশার এই অগ্নিমূর্তি ও নিশোর অসহায়ত্বের দৃশ্যের ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। ঈদের আগ মুহূর্তে ভিডিওটি দেখা গেছে সবখানেই।
‘তুই আমার ফোন ধরস না কেনো? তুই আমার ফোন ব্লক করছস কেনো? তুই আমার বিয়ার আসর থাইকা পালাইছস। পালানোর পর একটার পর একটা ফোন কল ইগ্নোর করস। কিসের জন্য?’ মাইরা ফেলবো তোকে!
ঈদের জন্য নির্মিত বিশেষ নাটক ‘দ্য এন্ড’ নাটকের কথা এটি। এই ভিডিওটিই বাড়িয়ে দিয়েছিল নাটকটি দেখার আগ্রহ। অবশেষে ইউটিউব চ্যানেল ‘ধ্রুব টিভি’তে ঈদের দিন সন্ধ্যায় প্রকাশ পেয়েছে এটি। নাটকটি প্রকাশের পর হতেই দর্শক প্রশংসায় ভাসছে নাটকটি। প্রশংসিত হয়েছে নিশো-তিশা জুটির অভিনয়ও।
মাত্র ৩/৪দিনের মধ্যেই নাটকটি দেখেছেন ২৪ লাখের উপরে দর্শক! লাইকও পড়েছে ১ লাখের উপরে। কমেন্টস পড়েছে ৮ হাজার। এবারের ঈদুল ফিতরে এখন পর্যন্ত প্রকাশিত সবচেয়ে বেশি দর্শকনন্দিত নাটক হলো ‘দ্য এন্ড’।
নাটকে আনন্দমুখর শুরু দেখানো হলেও শেষ হয়েছে নিশো-তিশার হৃদয়বিদারক দৃশ্যের মাধ্যমে। উচ্ছ্বলতায় শুরু হওয়া এই নাটকের শুরুতে দর্শকদের ঠোঁটের কোনায় হাসি থাকলেও কেঁদেছেন শেষ দৃশ্যে এসে। দর্শকরা এমনই অভিমত প্রকাশ করেছেন কমেন্টস বক্সে।
কাজল আরেফিন অমির চিত্রনাট্য ও পরিচালনায় মাসুদ উল হাসানের কাহিনী অবলম্বনে ‘দ্য এন্ড’ নাটকটিতে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন রকি খান, রাজু খান, রত্না খান প্রমুখ।
নাটকে ঠাঁই পেয়েছে গান ‘আমি থাকবো না’। গানটি লিখেছেন মাহী ফ্লোরা। গানটির সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন আমজাদ হোসাইন ও গানটি গেয়েছেন মাহতিম শাকিব।
এই নাটকটি সম্পর্কে ধ্রুব টিভি’র কর্ণধার ধ্রুব গুহ বলেছেন যে, ‘একটি নাটকের মুল ভিত্তি হলো ভালো গল্প ও জুতসই নির্মাণ। এর সঙ্গে অভিনয় শিল্পীদের অভিনয়ও একটি বিষয়। ‘দ্য এন্ড’ নাটকটি এসবের মিশেলে একটি পরিপূর্ণ নাটক হিসেবে দর্শকদের কাছে সমাদৃত হয়েছে। দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দুরন্ত এই ভালোবাসার জন্য। আমি শুভেচ্ছা জানাই এই ‘দ্য এন্ড’ নাটকের কলাকুলশলীদেরও।’
This post was last modified on জুন ১০, ২০১৯ 3:06 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পানিশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন, পেটের গোলমাল, ত্বকের সমস্যা- সব মিলিয়ে নাজেহাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দ্রুত তথ্য খোঁজার সুযোগ দেওয়ার জন্য সম্প্রতি ‘সার্কেল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো সিনেমায় একসঙ্গে অভিনয় করতে চলেছেন মামনুন ইমন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংস্থায় কাজ করতে হলে কর্মীদের মেনে চলতে হয় বিদ্ঘুটে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৩ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি শরীরচর্চা করলে শরীর ফিট থাকে। ওজনও তখন…