দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেট দুনিয়ায় ভাইরাল ভারত-পাকিস্তান ম্যাচে দুই ভারতীয় প্রেমিক-প্রেমিকার কাণ্ড! এমন একটি ভিডিও নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। পাকিস্তানের সঙ্গে জেতার আনন্দে আত্মহারা হয়েছেন এই দুই প্রেমিক প্রেমিকা।
এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ক’দিন পার হয়েও শেষ হয়নি এর আলোচনার রেস। পাকিস্তানিরা ম্যাচটির ফলাফল খুব দ্রুতই ভুলে যেতে চাইবেন সেইদিনের স্মৃতি। তাদের শোচনীয় পারফরম্যান্সে ক্ষুব্ধ করে তুলেছেন সমগ্র দেশকেই।
এদিকে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের সুমধুর প্রতিশোধ নেয় ভারত। তুলে নেয় বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে টানা ৭ম জয়। ভারতের জন্য স্মরণীয় এই জয়ের দিনে আরেকটি স্মরণীয় ঘটনা ঘটে গেছে ওইদিন গ্যালারিতে। সেই ঘটনা প্রকাশ হলো এতোদিন পর।
ভারতীয় এই তরুণী অনভিতা জে ও তার প্রেমিক আজীবন মনে রাখবেন ১৬ জুনের ওল্ড ট্র্যাফোর্ডকে। শুধু ক্রিকেটীয় কারণেই নয়, প্রিয়তমাকে প্রথম কাছে পাওয়ার দিনও যে এই ১৬ জুন। তাও আবার বাইশ গজে যখন ধুন্ধুমার ভারত-পাক মহারণ চলছিলো ঠিক তখন!
সেদিনের সেই কাহিনীটি অনভিতা নিজেই টুইটারে প্রকাশ করেছেন তার জীবন ঘুরিয়ে দেওয়া প্রেমের কাহিনী। নিজের টুইটার অ্যাকাউন্ট হতে অনভিতা একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ভারতের নীল জার্সিতে খেলা উপভোগ করছিলেন দুইজন সমর্থক।
হঠাৎই খেলা চলাকালীন নাটকীয়ভাবে অনভিতার কাছে তার বন্ধু এক্কেবারে হাঁটু গেড়ে বসে প্রেমের একেবারে সিনেমা স্টাইলে প্রস্তাব দিলেন। গ্যালারিতে প্রেমিক-প্রেমিকার কাণ্ড দেখে শুরু হয়ে গেলো মহা হইচই।
প্রিয়তমের কাছ থেকে প্রেমের প্রস্তাব পাওয়ার পরে অবশ্য বিন্দুমাত্র ভাবেননি অনভিতা নিজেও। সোজা জড়িয়ে ধরেন তার বন্ধুকে। আলিঙ্গনে একে অন্যকে মুড়ে দেন। আংটি পরিয়ে দেন প্রেমিকাকে। চারদিক থেকে অনেক দর্শক ও ফটোগ্রাফার ক্যামেরায় ধরে রাখেন ওই বিশেষ মুহূর্তটি।
খেলার মাঠে যখন রোহিতরা ধ্বংস করে দিচ্ছেন পাকিস্তানি বোলারদের, তখন গ্যালারির একপ্রান্তে নতুনভাবে জীবন গড়ে তোলার অঙ্গীকার করলেন এই দুই প্রেমিক-প্রেমিকা। দুই সমর্থকের কাণ্ডতে মাতোয়ারা হয়ে উঠলো যেনো পুরো গ্যালারি। গত শুক্রবার এই ভিডিওটি পোস্ট করেছেন অনভিতা নিজেই।
ক্যাপশনে তিনি লিখেছেন, একদম এটাই ঘটেছিল আমার জীবনে। গ্যালারিতে প্রেম নিবেদনের ঘটনা এটি হয়তো নতুন নয়। তবে ভারতীয় এই কপোত-কপোতী এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন।
This post was last modified on জুন ২৪, ২০১৯ 9:41 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একবার সম্পর্ক ভাঙার পর নতুন সম্পর্কে জড়াতে অনেকের মনেই ভয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি'র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী। আজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাগ বা ক্ষোভ সামলাতে না পেরে এক ৪৮ বছরের মহিলা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৫ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ২২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাড়াবাড়ি রকমের ঘামাচি থেকে সংক্রমণ হয়ে এক সময় অস্বস্তিকর চুলকানি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি'র ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানসূচী। আজ…