দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংযুক্ত আরব আমিরাত শহরের গাড়িগুলো ঝকঝকে রাখতে অভিনব এক আইন পাস করেছে। আর সেটি হলো উন্মুক্ত স্থানে কোনো নোংরা গাড়ি রাখলেই গুনতে হবে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা!
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, শহরটির উন্মুক্ত পার্কিংয়ের জায়গাগুলোতে কোনো রকম নোংরা গাড়ি রাখা যাবে না। রাখলেই ৫০০ দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ হাজার ৫০০ টাকার মতো। এই বিষয়ে দুবাই কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে যে, নোংরা গাড়ির মতো বস্তু মূলত শহরকে কলঙ্কিত করে।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে যে, দুবাই কর্তৃপক্ষ শহরের নোংরা গাড়ি পরিষ্কারে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শহরের যেসব বাসিন্দা গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাচ্ছেন, তাদের এই বিষয় মনে করিয়ে দিতে বিজ্ঞপ্তি পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নগর পরিদর্শকরা ইতিমধ্যেই নেমে পড়েছেন শহরের নোংরা গাড়ি চিহ্নিত করতে। তারপর ওই সব গাড়িতে একটি বিশেষ বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়েছে। তাতে লেখা রয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে এই গাড়িটি পরিষ্কার না করলে কর্তৃপক্ষ নিয়ে যাবে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী ভ্রমণপিপাসু ও অবকাশ যাপনকারীদের কাছে বেশ প্রিয় দুবাই। এই দুবাই শহরকে ঘিরে যে পর্যটনশিল্প গড়ে উঠেছে, সেটি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পর্যটনের কথা মাথায় রেখেই দুবাই কর্তৃপক্ষ নোংরা গাড়ি সরানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা চাইছে যে, শহরটি যেনো সব দিক থেকেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। অপরদিকে কঠোরভাবে আইন মানার ক্ষেত্রেও সংযুক্ত আরব আমিরাতের যথেষ্ট খ্যাতি রয়েছে।
This post was last modified on জুলাই ১৫, ২০১৯ 11:36 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দুই বাংলাতেই সমানতালে নানাভাবে দক্ষতার প্রমাণ দিয়েছেন জয়া আহসান। এবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনি সশস্ত্র বাহিনী।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং বৃদ্ধিতে এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাংলাদেশ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মেয়েকে দেখাশোনা করার জন্যই বহাল আয়ার সঙ্গে ছদ্ম প্রেমের সম্পর্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৪ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১০ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্পর্কের ভিত মজবুত হয় কীসে? এই প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর…