দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নজরদারির অভিযোগে গুগল প্লে স্টোর হতে সরিয়ে দিয়েছে ৭টি অ্যাপ। মূলত ওই অ্যাপগুলোশিশু সুরক্ষা বা চুরি যাওয়া ফোন সন্ধানে ব্যবহার হওয়ার কথা বললেও আদতে তা ব্যবহৃত হতো কর্মচারী বা সঙ্গীর উপর নজরদারি চালানোর ক্ষেত্রে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নজরদারি চালানোর মাধ্যম হিসাবে মূলত এই অ্যাপগুলো নিশানা করতো সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান, কনট্যাক্ট লিস্ট এমনকি এসএমএস এবং কল হিস্ট্রির উপর।
মোবাইল সুরক্ষা তথা অ্যান্টি-ভাইরাস কোম্পানি অ্যাভাস্ট জানিয়েছে যে, প্রতিটি অ্যাপের পিছনেই রয়েছেন একজন রাশিয়ান ডেভেলপার। তাছাড়াও এই অ্যান্টি-ভাইরাস অ্যাপগুলোকে বিপদজনক হিসাবে চিহ্নিত করার পর এই ৭টি অ্যাপ প্লে স্টোর হতে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় গুগল।
প্লে স্টোর হতে এই অ্যাপগুলো সরালেও বিপদ যেনো কাটছে না নেটিজেনদের। ইতিমধ্যেই এই অ্যাপগুলো ১ লাখ ৩০ হাজার বার ইন্সটল করে ফেলেছেন গোটা দুনিয়ার বহু ইন্টারনেট ব্যবহারকারী। স্পাই ট্র্যাকার ও এসএমএস ট্র্যাকার এই দু’টি অ্যাপই ডাউনলোড হয়েছে প্রায় ৫০ হাজারের বেশি বার।
এই বিষয়ে অ্যান্টি-ভাইরাস সংস্থা অ্যাভাস্টের এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ব্যক্তি গোপনীয়তার ক্ষেত্রে এই অ্যাপগুলি অনৈতিক ও সমস্যাপ্রবণ হওয়ায় প্লে স্টোরের মতো এক বহুল ব্যবহৃত সাইটে এই অ্যাপগুলো রাখা একেবারেই উচিত নয়।
এই বিষয়গুলোর অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেন গুগল কর্তৃপক্ষ। ৭টি অ্যাপ চিহ্নিত করে অবশেষে সরিয়ে দেয় এই মার্কিন সংস্থাটি।
জানা গেছে, অ্যাপগুলোর মাধ্যমে গ্রাহকের জিমেইলের পাসওয়ার্ড থেকেও নানা ব্যক্তিগত তথ্য খুব সহজেই হাতিয়ে নেওয়া হতো। অ্যাপগুলো সরলেও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ইউজারদের আরও সচেতন হয়ে উঠতে জরুরি, এমনটাই দাবি করা হয়েছে বিভিন্ন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞদের পক্ষ থেকে।
This post was last modified on জুলাই ২২, ২০১৯ 4:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…