পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মৃত্যু ঘটলো এক ব্যক্তির!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন এক আমেরিকান নাগরিক!

তানজানিয়ায় ছুটি কাটানোর সময় বান্ধবীকে পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন এক আমেরিকান নাগরিক! বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টিভ ওয়েবার এবং তার মেয়ে বন্ধু কেনেশা অ্যান্টোয়াইন পেম্বা দ্বীপের মান্টা রিসোর্টের একটি অর্ধনিমজ্জিত ক্যাবিনে তারা অবস্থান করছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায় যে, ওয়েবার পানির নিচে থেকেই তার মেয়ে বন্ধুকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ওয়েবার হাতে লেখা একটি প্রস্তাব যখন মিজ অ্যান্টোয়াইন দিচ্ছিলেন ঠিক তখন তিনি ক্যাবিনের ভেতর হতে ঘটনাটির ভিডিও করছিলেন।

ফেসবুক পোস্টে ওয়েবারের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে অ্যান্টোয়াইন লিখেছেন যে তিনি ‘আর ওই গভীর পানি থেকে উঠে আসেন নি।’

মান্টা রিসোর্টের পক্ষ হতে সংবাদ মাধ্যমটিকে জানানো হয়, ওয়েবার ‘দুপুরে আন্ডারওয়াটার রুম হতে একা ডাইভ করার সময় দূর্ভাগ্যজনকভাবে ডুবে গেছেন।’

রিসোর্টটি এক বিবৃতিতে জানিয়েছে যে, গভীর দু:খের সঙ্গে আমরা জানাচ্ছি যে মান্টা রিসোর্টে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে।

ওয়েবার ও অ্যান্টোয়াইন রিসোর্টের আন্ডারওয়াটার রুম ৪ রাতের জন্য ভাড়া করেন। রুমটি তীর হতে প্রায় ২৫০ মিটার দূরত্বে অবস্থিত। পানির ১০ মিটার নীচে অবস্থিত ওই ক্যাবিনটির ভাড়া প্রতি রাতে ১৭০০ ডলার।

লুইজিয়ানার ব্যাটন রুজের অধিবাসী ওয়েবার তাদের অবস্থানের তৃতীয় দিনে সাঁতারের পোশাক পরে পানির নীচে নেমেছিলেন। তার হাতে এই সময় একটি চিরকুট ছিলো। ভিডিওতে দেখা যায় যে, চিরকুটটির লেখা রুমের ভিতর হতে ভিডিও করতে থাকা অ্যান্টোয়াইনকে দেখানোর জন্য একটি আংটিও বের করেন ওয়েবার। তারপরই সাঁতরে দূরে চলে যেতে দেখা যায় তাকে।

রিসোর্টের প্রধান নির্বাহী সাওস সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন যে, পানিতে ‘কিছু একটা সমস্যা হয়েছে’ বলে তার কর্মীরা তাকে জানিয়েছেন, তবে তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘আর কিছুই করার ছিল না তাদের।’

ফেসবুক পোস্টে অ্যান্টোয়াইন লিখেছেন, ভাগ্যের নির্মম পরিহাস হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন হওয়ার কথা ছিল, সেটি সবচেয়ে দু:খজনক দিনে পরিণত হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে যে, তানজানিয়ায় মারা যাওয়া ব্যক্তি একজন মার্কিন নাগরিক।

This post was last modified on অক্টোবর ২২, ২০১৯ 11:42 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে