সাশ্রয়ী দামে মটোরোলার নতুন চমক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোনের দুনিয়াতে মটোরোলা একটি পুরনো ও অতি পরিচিত নাম। বর্তমানে অসংখ্য মোবাইল কোম্পানি স্মার্টফোন তৈরি করে চলেছে এবং তাতে যোগদান করে চলেছে একাধিক ফিচারসমূহ। এবার সাশ্রয়ী দামে মটোরোলার নতুন চমক আসছে।

বিভিন্ন দামি ও বিভিন্ন ফিচার এর মধ্যে হাজারো স্মার্টফোন আপনাকে যেনো একেবারে দ্বিধাময় করে তুলবে। আপনি বুঝতেই পারবেন না কোনটি রেখে কোনটি কিনবেন। কোন মোবাইলের ক্যামেরা ভালো তো কোন মোবাইলের ব্যাটারি কোন মোবাইলের ডিসপ্লে ভালো কোন মোবাইলের ডিজাইন। এসকল হাজার ভেদাভেদের মাঝে সকলেই চায় সাশ্রয়ী দামের মধ্যে একটি মনমুগ্ধকর মোবাইল। সম্প্রতিক গ্রাহকদের এমনই একটা সেবা দেয়ার জন্য মটরোলা বাজারে নিয়ে এল মটোরোলা ই৬ প্লাস। মটোরোলার নতুন বাজেটের এই ফোনটি সম্প্রতি খুবই জনপ্রিয়তার শিখরে পৌছাতে বাকি মাত্র। এই স্মার্টফোনটি খুবই মনমুগ্ধকর চমৎকার ডিজাইনের একটি স্মার্টফোন যা মটোরোলার কোয়ালিটি বজায় রাখছে।

মটোরোলার ই৬ স্মার্টফোনটি ৬.১ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোন। ডিসপ্লেটি ওয়াটার ড্রপ ডিসপ্লে যা খুবই মনমুগ্ধকর ভিডিও ভিজুয়াল প্রদান করবে সকল ব্যবহারকারীদেরকে। এই ফোনটিতে প্রদান করা হচ্ছে হেলিও পি অক্টাকোর প্রসেসর। এই হেলিও পি অক্টাকোর প্রসেসর ফোনের কার্যক্ষমতার পাশাপাশি এর কার্যপ্রণালিকেও বৃদ্ধি করেছে কয়েক গুণ। অত্যাধুনিক এই ফোনটিতে আরও রয়েছে ৪ জিবি র‍্যাম ৬৪ জিবি রম। ফোনের এই ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম এর ফলে এটি হবে দ্রুত থেকে দ্রুততর স্মার্টফোনের একটি। এই ফোনের প্রসেসরটি হবে ২২, ২.০ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। চমৎকার এই প্রসেসর এর ফলে গেমিং প্রেমীরা ভালোভাবে উপভোগ করতে পারবেন তাদের গেমিং অভিজ্ঞতা । এই ফোনের বাহ্যিকতাকে আরো সৌন্দর্য প্রদান করে এর ডিসপ্লেটি যা ওয়াটার ড্রপ এর পাশাপাশি ৮০% স্ক্রিন জুড়ে রয়েছে এর টু বডি রেশিও।

Related Post

অন্যান্য স্মার্টফোন গুলোর মত এই ফোনটিতেও রাখা হয়েছে চমৎকার ক্যামেরার সুব্যবস্থা। এই ফোনটিতে প্রদান করা হয়েছে ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং ফ্ল্যাশ এর ডুয়েল ক্যামেরা সিস্টেম যা স্থাপন করা হয়েছে পেছনের দিকে। এবং এর সামনের দিকে চমৎকার কোয়ালিটির ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। এছাড়া এই অভিনব স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে ৩০০০ এম্পিয়ারের ব্যাটারী। কম বাজেটের মধ্যে আধুনিক সকল ফিচার ব্যবহার করতে দেয়ার পাশাপাশি গ্রাহকদের মন জয় করার ক্ষেত্রে এই ফোনটি মূলত তৈরি করেছে মটোরোলা কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এই ফোনটি বাজারে ১৬০০০/- টাকা মূল্যের হতে পারে জার ফলে এই মোটো ই৬ প্লাস বাজারে সাড়া ফেলবে সকলের কাছেই বলে আশাবাদ প্রকাশ করেছেন সবাই।
আমার উদ্দেশ্যে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস লিমিটেডের পরিচালক ও কর্তৃপক্ষ এর সঠিক কোয়ালিটি ডিজাইন টেকনোলজির দিক দিয়ে মটোরোলার চাহিদা স্মার্টফোন বাজারে অনেকে বলে দাবি করেন। তারা আরো ব্যক্ত করেন ইতিমধ্যে মোটোরোলা ফোন হিসেবে বর্তমান বাজারে অনেক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। আর তারা মটোরোলার এই চাহিদাকে আরো বৃদ্ধির লক্ষে বাজারে নিয়ে এসেছেন মটো ই৬ প্লাস নামক এই চমৎকার স্মার্টফোনটি যা তৈরি করা হয়েছে গ্রাহকদের বাজেট ও চাহিদার কথা মাথায় রেখে।

This post was last modified on নভেম্বর ৩, ২০১৯ 9:43 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

দড়িতে পোষা কচ্ছপ বেঁধে বেড়াতে বেরোলেন এক তরুণী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…

% দিন আগে

সুন্দর এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…

% দিন আগে

ওজন কমাতে কোনটি বেশি উপকারী জগিং নাকি সাইকেল চালানো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…

% দিন আগে

মৌলিক গান নিয়ে আবার গানে ফিরলেন তানভীর তমাল [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…

% দিন আগে

২৪ বছর সংসার করার পর বিচ্ছেদ: ৪৯ বছর পর প্রাক্তন স্ত্রীকে আবারও বিয়ে ৯৪ বছরের বৃদ্ধের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…

% দিন আগে

শীতের সকালে গাছি চলেছে খেজুরের রস নিয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৬ পৌষ ১৪৩১…

% দিন আগে