দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কণ্ঠশিল্পী ববী রহমান হাজির হলেন এবার নতুন গান নিয়ে। ‘তুমি আসবে’ শিরোনামে এই গানটি গত ৮ নভেম্বর রাত ৮টায় অবমুক্ত করা হয়েছে। ‘প্রতি মাসের ৮ তারিখে শুনুন ববী রহমান-এর নতুন গান’- এমন স্লোগান নিয়ে মাঠে নেমেছে ববী রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেল ববী রহমান অফিসিয়াল। তারই প্রথম প্রয়াস হলো এই গান।
কণ্ঠশিল্পী ববী রহমান হাজির হলেন এবার নতুন গান নিয়ে। ‘তুমি আসবে’ শিরোনামে এই গানটি গত ৮ নভেম্বর রাত ৮টায় অবমুক্ত করা হয়েছে। ‘প্রতি মাসের ৮ তারিখে শুনুন ববী রহমান-এর নতুন গান’- এমন স্লোগান নিয়ে মাঠে নেমেছে ববী রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেল ববী রহমান অফিসিয়াল। তারই প্রথম প্রয়াস হলো এই গান।
জানা গেছে, ববী রহমান এর কথা ও সুরে গানটির সাউন্ড ডিজাইন, অ্যারেঞ্জমেন্ট, মিক্স এবং মাস্টার করেছেন তাসনুভ নাওয়াল রহমান।
গানটি সম্পর্কে ববী রহমান বলেন, ‘অনেকদিন ধরেই আমি গান করছি। ইতিপূর্বে আমার বেশ কয়েকটি সিঙ্গেল মুক্তিও পেয়েছে। তবে নির্দিষ্ট সময় গান মুক্তি দিতে না পারা, সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানের নানা টালবাহানা ও আরও বেশ কিছু সমস্যার কারণে অন্যান্য শিল্পীদের মতো আমিও সিদ্ধান্ত নিয়েছি নিজের ইউটিউব চ্যানেল হতেই গান মুক্তি দেওয়ার জন্য।
এই চ্যানেল হতে শুধুই আমার গান এবং গানের প্রোমো কিংবা। গান সংশ্লিষ্ট বিষয়াদি অবমুক্ত করা হবে। যারা আমার গান আগে শুনেছেন বা শোনেননি কিংবা আমরা গান শুনতে চান- তারা সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন।
আমি বাংলা সংগীতকে ভালো কিছু দিতে চাই। আমি জানি; এই পথটা বেশ কঠিন, তবে অসম্ভব কিছু নয়। আমি সবার শুভ কামনার প্রত্যাশা করছি।’
This post was last modified on নভেম্বর ১৩, ২০১৯ 2:05 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…