দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভি অভিনেতা থেকে সিনেমার অভিনেতা হওয়া আমাদের দেশে নতুন নয়। এবার সেই সিনেমার তালিকায় নাম লেখাতে চলেছেন আফরান নিশো।
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। টিভি নাটক বা ইউটিউব চ্যানেল দুই মাধ্যমেই নিশোর নাটক মানেই দর্শকের কাছে বাড়তি আগ্রহ। তার ভক্তরা আঙ্গুলে দিন গুনে দিন পার করেন কবে আসবে প্রিয় অভিনেতার নতুন নাটক।
এবার সেই আফরান নিশো আসছেন এবার বড় পর্দায়। বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সূত্রে জানা গেছে, জনপ্রিয় তরুণ নির্মাতা রায়হান রাফির পরিচালনায় একটি ছবিতে কাজ করতে চলেছেন আফরান নিশো। এই চলচ্চিত্রে চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে নিশোকে। ছবিটির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুতও করছেন তিনি। জিমে যাচ্ছেন বলেও খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্রে।
সবকিছু ঠিকঠাক থাকলে আসছে এপ্রিলেই প্রথমবারের মতো সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন নিশো। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে এই ছবির শুটিং। তবে এখন পর্যন্ত নাম ঠিক হয়নি কোথায় কোথায় শুটিং করা হবে। এখানে নিশোর বিপরীতে সিনেমায় নবাগতা কোনো নায়িকা দেখা যাবে বলে জানা গেছে।
ছবিটির বিষয়ে নিশ্চিত তথ্য নিতে নিশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি। তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালে তিনি জানান, ‘এটা নিয়ে এখন কিছুই বলতে চাই না।’
ছবিটির ব্যাপারে পরিচালক রায়হান রাফি বলেছেন, ‘আফরান নিশো চমৎকার একজন অভিনেতা; আমারও খুব প্রিয় অভিনেতা। তার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার অবশ্যই রয়েছে।
এক দুইবার আলোচনাও হয়েছে তার সঙ্গে। তিনি সিনেমার ব্যাপারে খুবই আগ্রহী। তবে চূড়ান্ত করে জানানোর মতো কোনো তথ্য আমি দিতে পারছি না এই মুহূর্তে।’
এদিকে শোনা যাচ্ছে যে, রায়হান রাফি ছাড়াও আরও বেশ কয়েকজন পরিচালক আফরান নিশোকে নিয়ে সিনেমার পরিকল্পনা করেছেন। চলতি বছরেই হয়তো সেগুলোর ঘোষণাও আসবে। সেই তালিকায় রয়েছে জাকারিয়া সৌখিনের নাম। এই নির্মাতার ছবিতেও নাকি শীঘ্রই শুটিং শুরু করবেন আফরান নিশো।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ছোটপর্দার প্রযোজক-পরিচালকদের কাছে নিশোর চাহিদা রয়েছে তুঙ্গে। কাজটি প্রশংসিত হবে সেই ভরসায় অভিনেত্রীরাও নিশোকে বিপরীতে পেলে চোখ বন্ধ করে কাজ করেন। নানামাত্রিক চরিত্রে অভিনয় করে দিনে দিনে নিজেকে ঋদ্ধ করে চলেছেন এই তরুণ অভিনেতা। এবার তিনি ভাবছেন সিনেমায় আসার জন্য।
This post was last modified on জানুয়ারী ১৫, ২০২০ 4:16 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, রুদ্রকে নিয়ে লুক্সেটিপেট মণ্ডলের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ১৫ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেরই দুধ, ফল, সব্জি সবই থাকে খাবারের তালিকায়। তবুও ক্যালশিয়ামের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বাংলাদেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেওয়া স্মার্টফোন, অনার এক্স৯সি,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ মানেই বিনোদন। আর এই বিনোদনের প্রধান মাধ্যম হলো সিনেমা।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আজ (শুক্রবার) মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শপথ…