দ্রুত দাড়ি বৃদ্ধির কিছু পদ্ধতি জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দাড়ি রাখা যেনো ফ্যাশনে পরিণত হয়েছে। কম-বেশি প্রায় সব পুরুষই দাড়ি রাখতে পছন্দ করেন। বর্তমানে অভিনেতা হতে সাধারণ মানুষের কাছে দাড়ি রাখা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

আবার দেখা যায় যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে অনেকেই দাড়ি রাখছেন। এমন এক পরিস্থিতিতে অনেকেই আবার দাড়ি নিয়ে সমস্যাতেও পড়েছেন।

দেখা যাচ্ছে যে, ইচ্ছে থাকলেও দাড়ি বাড়ছে না যেনো কিছুতেই। যে কারণে তারা বর্তমান ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। তাই আজ এখানে বেশ কয়েকটি উপায় দেওয়া হলো যার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কয়েকটি পদ্ধতি সম্পর্কে।

Related Post

দ্রুত দাড়ি বৃদ্ধির পদ্ধতি

# নারকেল তেল দিয়ে ম্যাসাজ করুন। এতে করে এই তেলের ম্যাসাজ আপনার দাড়ি বৃদ্ধি বাড়াতে পারে। কিভাবে এটি করবেন তা জেনে নিন। প্রথমে ১ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশ্রিত করে সেটি তুলোর সাহায্যে মুখে লাগান এবং ১৫/২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য আপনি ইচ্ছে করলে সপ্তাহে তিনবার এটি ব্যবহার করতে পারেন।

# আমলা সাধারণভাবে চুলের বৃদ্ধির জন্যই বেশি পরিচিত। আপনার আঙুলের সাহায্যে ৫ মিনিট আপনার মুখে আমলা তেল ম্যাসাজ করতে পারেন। এরপর ১০/১৫ ​​মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

# অনেকেই বলে থাকেন যে, বার বার দাড়ি কাটলে নাকি দাড়ি ভালো হয়, তাড়াতাড়ি বৃদ্ধি হয় আবার ঘনও হয়। তবে আদতেও এই কথার কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই। দাড়ি বেরোনোর সময় সেটি বাড়তে দিন, তার ৪ হতে ৬ সপ্তাহ পরে দাড়ি কাটুন।

# পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসে সালফার থাকে, সে কারণে পেঁয়াজের রস মুখে লাগালে তা দাড়ি বাড়তে সাহায্য করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

# ইউক্যালিপটাস জাতীয় ক্রিম কিংবা ময়েশ্চারাইজারও ব্যবহার করতে পারে। এতে করে দ্রুত দাড়ি বৃদ্ধি পাবে।

# আরেকটি পদ্ধতি হলো ২ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ দারুচিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এটি আপনার মুখে লাগিয়ে ২০/২৫ মিনিট রেখে দিন ও পরেপানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। ভালো ফলাফলের জন্য এই মিশ্রণটি সপ্তাহে কমপক্ষে দুইবার আপনার মুখে প্রয়োগ করতে পারেন।

# প্রাকৃতিক প্রতিকারের সাময়িক প্রয়োগ ছাড়াও সঠিক ডায়েট গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। চুলের বৃদ্ধির জন্য আপনার ডায়েটে ভিটামিন এ, সি এবং ই অন্তর্ভুক্ত করুন। তাতে ভালো ফল পাবেন।

This post was last modified on জানুয়ারী ২১, ২০২০ 10:28 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

হৃদয় কাড়া এক অসম্ভব সুন্দর বাংলাদেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৬ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৩ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নখ দেখেই বোঝা যাবে রোগ হয়েছে কি না!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বয়স বৃদ্ধির পর নখ কিছুটা হলেও ভঙ্গুর হতেই পারে। আবার…

% দিন আগে

তরুণ প্রজন্মকে কৃষি উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে হবে- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ “কৃষি-উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার পাশাপাশি সরকার তাদের বিকাশে সকল…

% দিন আগে

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে