দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিতর কান্দে’খ্যাত সংগীতশিল্পী এফ এ সুমনের নতুন একটি গানের ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেলে। তবে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এই গানটি। ‘ভিতর কান্দে’ গানটির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান এই গায়ক। এরপর একে একে ‘যাদুরে’, ‘মন মুনিয়া’, ‘দরদীয়া’, ‘সখীরে’, ‘বন্ধুরে তোর বুকের ভিতর’সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান দর্শক-শ্রোতাদের উপহার দেন তিনি।
ভিতর কান্দে’খ্যাত সংগীতশিল্পী এফ এ সুমনের নতুন একটি গানের ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেলে। তবে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এই গানটি। ‘ভিতর কান্দে’ গানটির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান এই গায়ক। এরপর একে একে ‘যাদুরে’, ‘মন মুনিয়া’, ‘দরদীয়া’, ‘সখীরে’, ‘বন্ধুরে তোর বুকের ভিতর’সহ আরও বেশ কিছু জনপ্রিয় গান দর্শক-শ্রোতাদের উপহার দেন তিনি।
এবার সুমনের কণ্ঠে নতুন গান প্রকাশ পেলো ‘বোঝো না বোঝো না’ শিরোনামের গান। আহমেদ রিজভীর কথায় এই গানটির সুর করেছেন অভি আকাশ। সংগীতায়োজনে ছিলেন মুশফিক লিটু।
নির্মিত হয়েছে এই গানটির সাবলীল ভিডিও। ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। আর ভিডিওতে মডেল হয়েছেন রাজ ও সিনহা। রয়েছে সংগীতশিল্পী এফ এ সুমনের উপস্থিতি।
গানটির দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান ও গানসংশ্লিষ্টরা। গত ৩১ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক’র ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন গান-ভিডিও ‘বোঝো না বোঝো না’।
This post was last modified on ফেব্রুয়ারী ২, ২০২০ 12:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…