দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা ভাইরাসে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ এবার আজানের বাণী বদলে দিয়েছে!
সংবাদপত্র তাদের রিপোর্টে জানা যায়, সোমবার (১৬ মার্চ) আমিরাতের মসজিদগুলো হতে যে আজান দেওয়া হয় তাতে একটি নতুন বাক্য যুক্ত করা হয়েছে। আজানে যুক্ত করা নতুন ওই বার্তায় লোকজনকে বাড়িতে থেকেই নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হচ্ছে!
ইসলাম ধর্মের রীতিতে মসজিদে এসে নামাজ পড়ার আহ্বান জানিয়ে যে আজান দেওয়া হয় তার বাণীতে একটি বাক্য হচ্ছে ‘হাইয়া আলা আল-সালাহ’ – যার অর্থই হলো নামাজ পড়তে আসুন বা নামাজের জন্য আসুন।
নতুন আজানে শোনা যাচ্ছে মুয়াজ্জিন বলছেন যে, ‘আল-সালাতু ফি বুয়ুতিকুম’ – অর্থাৎ বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে রয়েছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন। মুয়াজ্জিনকে এই বাক্যটি দুবার বলতেও শোনা যাচ্ছে।
দুবাইয়ের ইসলামিক এফেয়ার্স এ্যান্ড চ্যারিটেবল এ্যাকটিভিজ ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে জানিয়েছে যে, ওই বিভাগের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক বার্তায় বলা হয়েছে যে, ‘প্রতিষ্ঠানটির জাতীয় এবং সামাজিক দায়িত্বে প্রতি অঙ্গীকার অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে দুবাইয়ের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত থাকবে, জনগণকে তাদের বাড়িতে থেকে নামাজ পড়তে বলা হবে এবং এই মহামারি মোকাবিলায় আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনাও করা হবে।’
আরও জানা যায়, এই পোস্টের আরবি সংস্করণে শেষে একটি লাইন জুড়ে দেওয়া হয়েছে যাতে বলা হয়েছে, (এই পরিবর্তনের ব্যাপারে আপনাদের সচেতন করতে) এখন মুয়াজ্জিনকে বলতে শোনা যাবে যে ‘বাড়িতে নামাজ পড়ুন’।
রিপোর্টে আরও বলা হয় ‘দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস’ সোমবার বলেছে যে, ‘মসজিদগুলো হতে মুসল্লিদেরকে নামাজের সময়ের বিষয়ে সচেতন করতেই শুধু আজান দেওয়া হচ্ছে। তবে মসজিদের দরজা বন্ধ থাকবে।’
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এই নতুন আজানের ভিডিও পোস্ট করে বিস্ময়ও প্রকাশ করেছেন।
প্রাণঘাতি করোনা ভাইরাস বা কোভিড নাইনটিন বিস্তার ঠেকানোর জন্য সংযুক্ত আরব আমিরাতে মসজিদে এসে নামাজ পড়া স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের মেয়াদ চার সপ্তাহ পর্যন্ত বলবদ থাকবে।
সোমবার রাতে আমিরাত সরকারের এই নির্দেশ ঘোষিত হয়। সংযুক্ত আরব আমিরাতের সব জায়গাতেই এক মাসের এই স্থগিতাদেশ কার্যকর হবে বলেও গালফ নিউজের সংবাদে উল্লেখ করা হয়েছে।
এদিকে কুয়েতের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আমিরাতে অন্তত ১০০ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়।
সারা পৃথিবীতে বর্তমানে ১ লাখ ৭৩ হাজার লোক কোভিড নাইনটিন সংক্রমণে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৭ হাজার। বিশ্বস্বাস্থ্য সংস্থা এই রোগকে বিশ্বব্যাপী মহামারি বলেও ঘোষণা করেছে।
সৌদি আরবে মসজিদে গিয়ে নামাজ পড়া স্থগিত
সৌদি আরবেও মসজিদে গিয়ে সব রকমের নামাজ পড়া স্থগিত করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা। তবে শুধু মাত্র মক্কায় ইসলাম ধর্মের পবিত্রতম স্থান ও আল-মদিনার মসজিদ দুটিকে এই নির্দেশের বাইরে রাখা হয়েছে বলে জানা যায়। সৌদি আরবে ১৩৩ জন লোক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।
This post was last modified on মার্চ ১৮, ২০২০ 9:58 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকের বেশ বদভ্যাস রয়েছে। রাতের খাবার শেষ করা মাত্রই তারা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বৃহত্তম মেরিটাইম এবং অফশোর প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান ডিজিটাল যুগে সংবাদ মাধ্যমের গুরুত্ব ও প্রসার আগের যেকোনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং এর সময় আহত হয়েছেন ঢাকাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইরিশ আইনপ্রণেতারা দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব অনুমোদন করেছেন। যেখানে ইহুদিবাদী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রান্না করতে গিয়ে গরম তেলে মোবাইল ফোন পড়তেই ঘটে গেল…