দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনার ছোবল পড়েছে বিশ্ব গণমাধ্যমেও। মহামারি করোনা ভাইরাসে গত দুই মাসে বিশ্বজুড়ে অর্ধশতাধিক সংবাদকর্মীর মৃত্যু ঘটেছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা একটি আন্তর্জাতিক সংগঠন সম্প্রতি এই তথ্য দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক একটি সংবাদ মাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি করোনার মতো বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে যথাযথ সুরক্ষা সরঞ্জাম না থাকার কারণে ৫৫ জন গণমাধ্যমকর্মীকে প্রাণ হারাতে হারিয়ছেন। গত ১ মার্চ হতে ১ মে পর্যন্ত করোনায় প্রাণ হারানো সংবাদকর্মীদের এই তালিকাটি করেছে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন কিংবা পিইসি।
৩ মে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে এই তালিকা প্রকাশ করে দ্য প্রেস এমব্লেম ক্যাম্পেইন সতর্ক করে বলেছে যে, বৈশ্বিক এই সংকটকালের মধ্যে এভাবেই গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। এছাড়াও অনেকেই কোভিড-১৯ রোগে আক্রান্তও হয়েছেন।
পিইসি আরও বলেছে, বিগত দুই মাসে করোনা রভাইরাসে ২৩টি দেশের অর্ধশতাধিক সংবাদকর্মী প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও অসংখ্য সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে করোনায় প্রাণ হারানো এই ৫৫ সাংবাদিকের সবাই দায়িত্বপালনরত অবস্থায় আক্রান্ত হয়েছেন কিনা তা অবশ্য নিশ্চিত করতে পারেনি পিইসি।
উল্লেখ্য যে, সবশেষ খবর অনুযায়ী বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা এ ৩৩ লাখ ৫০ হাজারের কিছু বেশি। আক্রান্তদের মধ্যে ২ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। তবে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০ লাখ ৬২ হাজার মানুষ।
তথ্যসূত্র- deshebideshe.com
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on মে ৩, ২০২০ 3:55 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…