শ্রীলঙ্কার মন্ত্রী নারকেলগাছে উঠে সংবাদ সম্মেলন করলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারকেল উৎপাদনে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার অবস্থান হলো বিশ্বে ৪ নম্বরে, তবু সেখানকার বাজারে এই ফল পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষকে এর প্রকৃত কারণ বোঝাতে সোজা নারকেলগাছে উঠে পড়লেন দেশটির নারকেলমন্ত্রী অরুণদিকা ফার্নান্দো।

গাছে বসেই তিনি সংবাদ সম্মেলন করেন। মন্ত্রী জানান যে, স্থানীয় শিল্প এবং ঘরোয়া বাজারে এই নারকেলের চাহিদা বহুগুণ বেড়ে গেছে, যে কারণে বর্তমানে শ্রীলঙ্কাজুড়ে ৭০ কোটি নারকেলের ঘাটতিও দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার নারকেলমন্ত্রী অরুণদিকা ফার্নান্দোকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ফার্স্ট লিখেছে যে, যেসব জমি পড়ে রয়েছে, সেগুলোতে যাতে করে নারকেল চাষ করা যায়, সে জন্যই সরকার সব ধরনের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে নারকেলজাত শিল্পের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এই শিল্পের উন্নতির মাধ্যমে পণ্য রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জনও করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।

Related Post

পরিসংখ্যান বলছে যে, সাম্প্রতিক সময় শ্রীলঙ্কায় নারকেলের উৎপাদনে বড় ধরনের ধাক্কা খেয়েছে। চলতি বছরের জানুয়ারি হতে জুন মাস পর্যন্ত অর্থাৎ প্রথম ৬ মাসে ১৩৬.৭ কোটি নারকেল উৎপাদন হয়েছে, যা গত বছরের ওই সময়ের তুলনায় অন্তত ১৩.৬ শতাংশ কম। একদিকে যেমন উৎপাদন কমে যাওয়া, অপরদিকে চাহিদা বৃদ্ধির কারণে দেশটিতে নারকেলের দাম এখনও আকাশছোঁয়া, যে কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমেই বাড়ছে।

আর তাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য দেশটির সরকার পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন শ্রীলঙ্কার নারকেলমন্ত্রী। খুব দ্রুত এর দাম কমবে বলেও আশ্বস্ত করেন তিনি। কবে আবার নারকেলের দাম কমে তা সময়ই বলে দেবে। তবে মূল্যবৃদ্ধির কারণ বোঝাতে স্বয়ং মন্ত্রী যেভাবে গাছে উঠে সংবাদ সম্মেলন করেছেন তা দেখে ভীষণ খুশি শাসক দলের কর্মী এবং সমর্থকরা। তথ্যসূত্র: এই সময়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on সেপ্টেম্বর ২২, ২০২০ 4:49 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…

% দিন আগে

বেশি উপকার হলেও শরীরে পেঁপে খাওয়ার বিরুপ প্রভাবও পড়তে পারে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…

% দিন আগে

২০২৫ সালে পানির নিচে থাকা যে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা রয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…

% দিন আগে

বলিউডের কয়েকটি চলচ্চিত্র নতুন বছর আলোচনার বিষয় হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…

% দিন আগে

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে থাকা কুকুরছানাকে ড্রোন উড়িয়ে উদ্ধার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফের হ্রদে আটকে পড়ে অজানা কারণে কিংবা ভয় পেয়ে কুকুরটি…

% দিন আগে

শীত এলেই অতিথি পাখির দেখা মেলে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১…

% দিন আগে