পোল্যান্ডের দুমড়ানো একটি বাড়ির কাহিনী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ছবিটি প্রথমে দেখে মনে হতে পারে খ্যাতিমান শিল্পীর হাতে রঙ করানো কোনও খেলনা বাড়ি। অথবা এটি কোনও কার্টুন বা টর্নেডোতে মুচড়ানো কোন বাড়ির ছবি। না, কোনোটাই নয়। আসলে এটি সত্যিকারের একটি বাড়ি।

এটি মানুষের বসবাসযোগ্য একটি দালান। একটি শপিং সেন্টার। পোল্যান্ডের রেজিডেন্ট শপিং সেন্টারের এই ভবন ৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে শোভা পাচ্ছে ‘ক্রুক্‌্‌ড হাউজ’ নামে। এটির নকশা করেছেন পোলিশ প্রকৌশলী জোটিনজি এবং জালেস্কি। এর নির্মাণ কাজ শেষ হয়েছে ২০০৪ সালে।

বাড়িটির প্রধান আকর্ষণ এর প্রবেশপথ স্টেইন্‌্‌ড গ্লাস দিয়ে সাজানো, দেয়ালে পাথরের কারুকাজ আর জানালার ফ্রেম করা হয়েছে বালিপাথরে। রাতে এই ভবনের ওপর আলো ফেললে এর নকশা কারুকাজের চূড়ান্ত সৌন্দর্য উপভোগ করা যায়। সেই আলোতে ছাদ ও দরজা-জানালা থেকে বিচ্ছুরিত হয় নীল সবুজ রশ্মির মাধুর্য। এর ভেতরে আছে রেস্টুরেন্ট ও বার। শহরের লোকজনের জন্য বেড়াতে আসার প্রধান আকর্ষণও এই ভবনটি। তারা রহস্যময় এই ভবনের আরেক নাম দিয়েছে ‘ওয়াল অব ফেইম’।

পোলিশরা এই বাড়িটিকে একুশ শতকের সেরা নির্মাণ বলেও দাবি করে। তারা বলে, এটি হচ্ছে আধুনিক অলৌকিকতা। এমনকি তাদের ধারণা, তারা এবং তাদের আগামী প্রজন্ম অহংকার করবে এই ভবনটি নিয়ে। আর এই আনন্দ তারা ভাগ করে দিতে চায় বিশ্বব্যাপী এবং তারা বেশ গর্ববোধও করে। তথ্যসূত্র: দৈনিক যুগান্তর।

This post was last modified on জুন ৭, ২০২৩ 12:27 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে