দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা পরিস্থিতির কারণে এ বছর দুই দশকেরও বেশি সময়ের মধ্যে চরম এক দারিদ্র্য দেখতে চলেছে বিশ্ব। সর্বশেষ ১৯৯৮ সালে এমন পরিস্থিতি সৃষ্টি হয় বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, করোনা মহামারি ১১৫ মিলিয়ন (সাড়ে ১১ কোটি) মানুষকে অতিদারিদ্র্যের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বব্যাংক।
করোনা মহামারিতে বিশ্বব্যাপী সংঘাত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলোকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। যে কারণে দারিদ্র্য হ্রাস ধীর হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি।
২০২১ সালের মধ্যে অতিদরিদ্র্য মানুষের সংখ্যা উঠে আসতে পারে দেড়শ মিলিয়নে (১৫ কোটি)। দিনে ১.৯০ ডলার (বাংলাদেশী মুদ্রায় ১৬১ টাকা) থেকে কম খরচের জীবনযাপনকে অতিদারিদ্র্য হিসেবেই সংজ্ঞায়িত করা হয়।
বিশ্বব্যাংকের দারিদ্র্য ও সমৃদ্ধি বিষয়ক দ্বিবার্ষিক প্রতিবেদনটিতে জানিয়েছে যে, ইতিপূর্বে ১৯৯৮ সালে প্রথম এমন পরিস্থিতির মুখে পড়ে বিশ্ব। সেই সময় এশিয়ার অর্থনৈতিক সংকটের ধাক্কা পড়ে পুরো বিশ্ব অর্থনীতিতে।
করোনা পরিস্থিতির আগে ধারণা করা হয়েছিল যে, ২০২০ সালে বিশ্বের অতি দারিদ্র্যের হার ৭.৯ শতাংশে নেমে আসতে পারে। তবে এ বছর বিশ্বের জনসংখ্যার ৯.১ ও ৯.৪ শতাংশের মধ্যে এটি ব্যাপক প্রভাব ফেলবে।
প্রতিবেদনটির অন্য অংশে দেখা যায়, মহামারির মধ্যে বিলিয়নিয়াররা রেকর্ড পরিমাণ আয় করে। প্রযুক্তি এবং শিল্পখাতের শীর্ষ ব্যক্তিরা সর্বাধিক উপার্জন করেন।
অপরদিকে দেখা যায় করোনাকালে এপ্রিল হতে জুলাইয়ের মধ্যে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদ ২৭.৫ শতাংশ বেড়ে হয়েছে ১০.২ ট্রিলিয়ন ডলার।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on অক্টোবর ৮, ২০২০ 2:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক…