???????? ????? ???? ????? ????? ???????????
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ ৬ মাস ২৭ দিন পর শর্তসাপেক্ষে ১৬ অক্টোবর খুলেছে দেশের সব সিনেমা হলগুলো। স্টার সিনেপ্লেক্স খুলছে ২৩ অক্টোবর। এই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’।
সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন ছবিটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। তিনি বলেন, “২৩ অক্টোবর রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’। তাদের সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে। যমুনা ব্লকবাস্টারের সঙ্গেও কথা হচ্ছে, তবে এখনও চূড়ান্ত হয়নি। পর্যায়ক্রমে সিনেমাটি আরও অনেক হলে মুক্তি পাবে।” ‘ঊনপঞ্চাশ বাতাস’ চলচ্চিত্রটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।
মুক্তির খবরে শার্লিন ফারজানা জানিয়েছেন, ‘ছবিটি বড় পর্দায় দেখার জন্য দীর্ঘ অপেক্ষার মুক্তি পাচ্ছি। এটাই আপাতত আমার কাছে বড় সুখ। তবে বেশ ভয় ভয়ও লাগছে! কারণ মুক্তির পর শুরু হবে নতুন এক অপেক্ষার। দর্শক-সমালোচকদের মন্তব্যের জন্য অপেক্ষা। তবুও সবার প্রতি বিনীত অনুরোধ রইলো, হলে এসে সবাইকে ছবিটি দেখার জন্য।’
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর নামকরণ এবং ধরন সম্পর্কে ছবিটির পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘সবার জীবনে কিছু অনুভূতিও থাকে, যার ভাষা, প্রতীক বা শব্দে অনেক সময় প্রকাশ করা যায় না। অনুভবগুলো অনুভূত হতে হতেই যেনো তার প্রকাশের আকৃতিও বদলে যায়। এরকম অনুভূতির ইংরেজি তর্জমাও হতে পারে- ইনকমপ্লিট ব্রেথ। এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্রই হলো ‘ঊনপঞ্চাশ বাতাস’। এর গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে এক নির্জনতায়।’’
রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে রয়েছেন সৈয়দা শাওন।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on অক্টোবর ২১, ২০২০ 1:54 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জম্মু এবং কাশ্মিরে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তান সম্পর্কে একাধিক সিদ্ধান্ত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…