বাজারে এলো ফ্ল্যাগশিপ ফিচারে রিয়েলমি ৭ প্রো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বাংলাদেশের বাজারে এলো সেরা চার্জিং সুবিধার রিয়েলমি ৭ প্রো। এটি নিয়ে এসেছে বিশ্বের দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি।

ফ্ল্যাগশিপ এবং মিডরেঞ্জের মধ্যে পার্থক্য ঘুচিয়ে, ব্যবহারকারীর ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়ে রিয়েলমি নিয়ে এলো এই নতুন স্মার্টফোন রিয়েলমি ৭ প্রো।

জানা গেছে, কোয়াড ক্যামেরা সেটআপের রিয়েলমি ৭ প্রো’র ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর।

Related Post

সনি আইএমএক্স৬৮২ এর রয়েছে অবিশ্বাস্য লাইট-সেন্সিং দক্ষতা। তাছাড়া এর ১/১.৭৩ ইঞ্চি সুপার লার্জ সেন্সরের কারণে ছবিও হবে উজ্জ্বল।

এই স্মার্টফোনটির ১১৯ ডিগ্রি ফিল্ড অব ভিউ ব্যবহারকারীদের ল্যান্ডস্কেপ, আর্কিটেকচার বা বড় গ্রুপ ছবিতে কারও কিংবা কোনো কিছুর বাদ পড়ার দুশ্চিন্তা ছাড়াই অসাধারণ ছবি তোলার সুযোগ করে দিচ্ছে।

এই নতুন স্মার্টফোনটির আল্ট্রা ম্যাক্রো লেন্সে ব্যবহারকারীরা ম্যাক্রো ছবি তুলতে বিষয়ের আরও অনেক কাছে যেতে পারবেন। বলা হয়েছে, মাত্র ৪ সেন্টিমিটার দূর থেকেও মাক্রো ফটোগ্রাফির সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন কালার ফিল্টার সিস্টেমের কারণে পোর্ট্রেট লেন্সে আরও বেশি আলো গ্রহণ করে প্রাইমারি লেন্সে আরও ভালো ছবি ধারণ করতে পারবে ও টেক্সচার হতে পোর্ট্রেট করার ক্ষেত্রে রেট্রো স্টাইল ইমেজও তৈরি করবে। অসাধারণ সিনেম্যাটিক ভিজ্যুয়াল এফেক্ট আনার মাধ্যমে এআই কালার মোড ভিডিওতে থাকা সবাইকে হাইলাইটও করবে।

জানা গেছে, রিয়েলমি ৭ প্রো’তে আরও রয়েছে রিয়েলমির সবচেয়ে বেশি রেজ্যুলেশনের ফ্রন্ট ক্যামেরা। এই সেটটির এআই বিউটিফিকেশন সমৃদ্ধ ৩২ মেগাপিক্সেলের ক্যামেরায় নেয়া যাবে ঝকঝকে বিউটি শট। অন্ধকারেও এর সুপার নাইটস্কেপ মোড ব্যালেন্স এক্সপোজার এবং চমৎকার ডিটেইলে ব্যবহারকারীদের উজ্জ্বল সেলফি তোলার সুযোগ করে দিবে নতুন এই স্মার্টফোনটি।

নাইটস্কেপ মোডে শার্টার, আইএসও সহ অন্যান্য প্যারামিটারের সামঞ্জস্যের মাধ্যমে নিজেদের নাইট ফটোগ্রাফির দক্ষতাকে পরবর্তী স্তরে নিয়ে যেতে পারবেন এর ব্যবহারকারীরা। এই নতুন স্মার্টফোনটিতে চমৎকার ফোর-কে ভিডিও ধারণ করা যাবে।

এতে রয়েছে তরুণদের সারাদিনের ব্যবহারের জন্যে ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং সুবিধা। রিয়েলমি ৭ প্রো’তে রয়েছে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল এক ব্যাটারি, যাতে সারাদিন ব্যবহারের পরেও পুরো একদিন পর্যন্ত চার্জ থাকবে। চার্জ ফুরিয়ে এলে কিংবা চার্জ দিতে ভুলে গেলেও কোনো সমস্যা হবে না।

এতে আরও রয়েছে ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিং সুবিধা, যা দিয়ে মাত্র ৩৪ মিনিটে চার্জ হবে পুরো ব্যাটারি। যা নতুন এ স্মার্টফোনটিকে বাজারের সবচেয়ে দ্রুতগতিতে চার্জ হওয়া স্মার্টফোনের তালিকায় চলে এসেছে।

মাত্র ১২ মিনিটে নতুন এই স্মার্টফোনটির ব্যাটারি ৫০ শতাংশ চার্জ হবে। এছাড়াও মাত্র ৩ মিনিটেই চার্জ হবে ১৩ শতাংশ- বলা হয়েছে যে, যা দিয়ে ৩ রাউন্ড পাবজিও খেলা যাবে (অর্থাৎ ১.২২ ঘণ্টা), ২ ঘণ্টা সময় ধরে ইন্সটাগ্রাম ব্রাউজিং, আবার ইউটিউব দেখা যাবে আড়াই ঘণ্টা এবং এই নতুন স্মার্টফোনটি স্ট্যান্ডবাই মোডে রাখা যাবে পুরো ৪ দিন।

নতুন রিয়েলমি ৭ প্রো’র ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে রয়েছে ডুয়াল ২২৫০ মিলি অ্যাম্পিয়ার সেল, যা দিয়ে ফাস্ট চার্জিং এমসিইউ এর অধীনে একইসঙ্গে ১০ ভোল্ট ৬.৫ অ্যাম্পিয়ারে চার্জও হবে।

চার্জের গতি এবং এর তাপমাত্রা নিয়ন্ত্রণে স্মার্টফোন চার্জ দিতে সঠিক ভোল্টেজ নিশ্চিতে চার্জ পাম্প ব্যবহার করে সুপার ডার্ট চার্জ। অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ এবং বৈদ্যুতিক শক্তির সর্বোচ্চ ব্যবহারে চার্জের সম্পূর্ণ প্রক্রিয়া কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে।

এমনকি হেভিং গেমিংয়ের সময়েও খেলায় বিরতি দেওয়া ছাড়াই ৬৫ ওয়াটের সুপার ডার্ট চার্জ ডিভাইসের ব্যাটারি মাত্র ৩০ মিনিটের মধ্যে ৪৩ শতাংশ বাড়াবে।

তাছাড়াও স্মার্টফোনটি ১৮ ওয়াটের পিডি/কিউসি চার্জিং স্ট্যান্ডার্ড সাপোর্টও করবে। যে কারণে অধিকাংশ চার্জারের মাধ্যমে রিয়েলমি ৭ প্রো চার্জ দেওয়া সম্ভব হবে।

শক্তিশালী চার্জিং ফিচার এবং ব্যাটারি ছাড়াও রিয়েলমি ৭ প্রো অন্যান্য ক্যাটাগরিতেও অলরাউন্ডার পারফরমেন্স দেবে। রিয়েলমি ৭ প্রো’তে আরও রয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট। এতে রয়েছে অ্যাড্রিনো ৬১৮ জিপিইউ, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজও।

রিয়েলমি ৭ প্রো’তে রয়েছে অ্যান্ড্রয়েড ১০, সেইসঙ্গে রিয়েলমি ইউআই। তাছাড়াও প্রথম ডিভাইস হিসেবে টিইউভি রেইনল্যান্ড স্মার্টফোন রিলায়েবিলিটি ভেরিফিকেশনে উত্তীর্ণ হয়েছে এই নতুন স্মার্টফোন রিয়েলমি ৭ প্রো।

মিরর সিলভার ও মিরর ব্লু- দুটি রঙে ২৭,৯৯০ টাকা বাজারমূল্যে পাওয়া যাচ্ছে রিয়েলমি ৭ প্রো স্মার্টফোনটি। কেনার জন্য ক্লিক করতে পারেন: https://realmebd.com/bd/realme-7-pro.html

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on অক্টোবর ২৬, ২০২০ 4:47 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

তীব্র উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে কড়া সতর্ক করলো ইরান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হওয়ার শঙ্কার…

% দিন আগে

কেবলমাত্র এক শতাংশ মানুষ এই ধাঁধার সমাধান করতে পারবেন! তাহলে কী সেই ধাঁধা?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই ছবিতে দেখা যাচ্ছে লাইব্রেরিতে টেবিলের সামনে বই নিয়ে বসে…

% দিন আগে

কখনও কখনও প্রকৃতি আমাদের মুগ্ধ করে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

নিয়ম না মেনে হাঁটলে সুফল পাওয়া দুষ্কর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শরীরচর্চার সব উপায়ের মধ্যে হাঁটাকেই বেশি গুরুত্ব দেন অনেকেই। তবে…

% দিন আগে

কমিউনিটির মধ্যে বন্ধন গড়ে তুলতে আইএসডি ফেয়ার অনুষ্ঠিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্কুল, শিক্ষার্থী ও কমিউনিটির মধ্যে ঐক্য এবং একাত্মতা উদযাপনে আইএসডি…

% দিন আগে

কৃষকদের জলবায়ু-সহিষ্ণু করে তুলতে একসঙ্গে কাজ করবে আইফার্মার এবং উইনরক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আইফার্মার লিমিটেডের প্রধান কার্যালয়ে গত ৮ মে আইফার্মার লিমিটেড ও…

% দিন আগে