জানা অজানা

এবার নিউজিল্যান্ড ‘ইচ্ছামৃত্যু’র স্বীকৃতি দিলো!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলো নিউজিল্যান্ড। ইউথেনেশিয়াকে স্বীকৃতি দিয়েছেন দেশটির মানুষ। আগামী বছর হতে দেশটির মৃতপ্রায় মানুষ ‘ইচ্ছামৃত্যু’ বেছে নিতে পারবেন।

সংবাদ মাধ্যমের এক খবরে জানা যায়, কাজটি মোটেও খুব সহজ ছিল না নিউজিল্যান্ডের জন্য। বিশ্বের বহু দেশেই ইথেনেশিয়া বা ইচ্ছামৃত্যু নিয়ে বহু আন্দোলনও হচ্ছে। আন্দোলনকারীদের মূলত বক্তব্য দুইটি। এমন অনেক মানুষ রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তারা ও তাদের পরিবার জানেন যে, কোনোভাবেই তাদের সুস্থ করা যাবে না। তবু তাদের চিকিৎসা চালিয়েই যেতে হয়। বিপুল পরিমাণ অর্থও খরচ হয়। পাশাপাশি মৃতপ্রায় ব্যক্তিকে আরও বেশি শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়। এমন পরিস্থিতির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই প্রয়োজন ইচ্ছামৃত্যু। চিকিৎসকদের সাহায্য নিয়ে দ্রুত মৃত্যুর ব্যবস্থা করতে পারলে তাদের কষ্ট লাঘব হয়।

আন্দোলনকারীরা যাই বলুন না কেনো, পৃথিবীর অধিকাংশ দেশের আইন এই ইচ্ছামৃত্যুকে সমর্থন করে না। নেদারল্যান্ডস, ক্যানাডার মতো খুব সামান্য কিছু দেশে ইচ্ছামৃত্যুকে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডেও দীর্ঘ দিন ধরে ইথেনেশিয়া নিয়ে আলোচনা চলে আসছে। সম্প্রতি নিউজিল্যান্ডের ভোটের সময় স্বেচ্ছামৃত্যু নিয়ে একটি রেফারেন্ডম কিংবা গণভোটের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার তার ফলাফল পাওয়া যায়। যাতে দেখা যাচ্ছে যে, দেশের ৬৫ শতাংশ মানুষ ইচ্ছামৃত্যুর পক্ষে রায় দিয়েছেন। সম্পূর্ণ ফলাফল অবশ্য এখনও পাওয়া যায়নি। পোস্টাল ব্যালট গুণে চূড়ান্ত ফল জানাতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা, পোস্টাল ব্যালট বর্তমান ফলকে কখনও বদলে দিতে পারবে না।

Related Post

নিউজিল্যান্ডের আইনসভা জানিয়েছে যে, মানুষের রায় এসে গেছে। এখন বিষয়টিকে শুধু স্বীকৃতি দিয়ে আইন তৈরি করতে হবে। আগামী বছরের শেষের দিকে সেই আইনটি কার্যকর হতে পারে। অর্থাৎ আগামী বছরের শেষ থেকে নিউজিল্যান্ডের মানুষ ‘ইচ্ছামৃত্যু’ বেছে নিতে পারবেন। তবে সকলেই নয়। দেশটির আইনসভা জানিয়েছে, কেবল মৃতপ্রায় ব্যক্তিরাই এই আইনের সাহায্য নিতে পারবেন। দুইজন চিকিৎসক ওই ব্যক্তিকে পরীক্ষা করবেন ও তাদের ‘ইচ্ছামৃত্যু’র বিষয়ে সহমত হতে হবে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন দীর্ঘদিন ধরেই ‘ইচ্ছামৃত্যু’কে সমর্থন করে আসছেন। গণভোটের ফলাফলকে সমর্থনও করেছেন তিনি। অপরদিকে ইচ্ছামৃত্যুর পাশাপাশি আরও একটি বিষয়ে গণভোট করা হয়। পরিমিত গাঁজা সেবন বৈধ করা হবে কি না সেই বিষয়ে ৫৩ শতাংশ মানুষ বিপক্ষে ভোট দিয়েছেন, ৪৬ শতাংশ মানুষ পক্ষে ভোট দিয়েছেন। তবে পোস্টাল ব্যালটের ফলাফল এই ফল বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on নভেম্বর ১, ২০২০ 10:34 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওজন ঝরাতে ডায়েট করেও ফল না পেলে জানতে হবে খিদে নিয়ন্ত্রণ করার টোটকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডায়েট করার শুরুর দিকে ঘন ঘন খিদে পাওয়া খুব স্বাভাবিক।…

% দিন আগে

বাংলাদেশে আবারও শুরু হচ্ছে বার্সা একাডেমির ট্রেনিং ক্যাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’র (আইএসডি) ক্যাম্পাসে বার্সা একাডেমির নির্ধারিত কোচের সরাসরি…

% দিন আগে

শাকিবের সঙ্গে ছবি দিয়ে চঞ্চল লিখলেন ‘ভয় নাই’!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘তুফান’ এর টিজার! দেড় মিনিটের তুফান তাণ্ডবের…

% দিন আগে

সফটওয়্যারে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রত্যয়ে শপথ নিলো বেসিসের নতুন কার্যনির্বাহী পরিষদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি খাতে দেশীয় সফটওয়্যারের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং…

% দিন আগে

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ…

% দিন আগে

আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বেসিসের নতুন কমিটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন…

% দিন আগে