দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের বোর্ড র্যাংকিংয়ে ষষ্ঠ অবস্থানে থাকলেও জিপিএ ৫ প্রাপ্তিতে সারা দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে ঢাকা বোর্ডের নটর ডেম কলেজ। এ বছর এ কলেজ থেকে সর্বোচ্চ ১৭৬৬ জন জিপিএ ৫ পেয়েছেন।
নটরডেম কলেজের মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে মোট ২ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২ হাজার ৫২৩ জন। অকৃতকার্য হয়েছে মাত্র ১৫ ছাত্র। পাসের হার শতকরা ৯৯ দশমিক ৪১। গত বছরের তুলনায় এবার কলেজটি জিপিএ-৫ বেশি পেলেও র্যাংকিংয়ে পঞ্চম অবস্থান থেকে এবছর ৬ষ্ঠ স্থানে নেমে এসেছে।
এ প্রসঙ্গে নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সংবাদ মাধ্যমকে বলেন, কলেজের শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য সর্বদাই উদ্বুদ্ধ করে থাকেন শিক্ষকরা। শিক্ষকরা যদি একজন শিক্ষার্থীকে সঠিক পাঠদান করতে পারেন তাহলে অবশ্যই শিক্ষার্থী ভালো ফলাফল করবে। কলেজে পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন সাহিত্যপাঠ, বিশ্বব্যাপী জ্ঞানার্জনের অবাধ সুযোগ শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। এ ছাড়াও শ্রেণীকক্ষে প্রত্যেক শিক্ষার্থীদের ৮৫ ভাগ উপস্থিতির বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হয়।
তিনি আরও বলেন, পাসের হার আর জিপিএ দেখলে হবে না শিক্ষার গুণগত মানের ওপর নজর দিতে হবে। একজন শিক্ষার্থী যা শিখছে বাস্তব জীবনে তা কতটুকু কাজে লাগাতে পারছে সেটা আসল বিষয়। শিক্ষকদের নজর দিতে হবে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও বুদ্ধি বাড়ানোর ব্যাপারে। তাহলে কাঙ্খিত ফলাফল অর্জন করা সম্ভব হবে।
This post was last modified on আগস্ট ৪, ২০১৩ 10:17 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণতভাবে দেখা যায়, বেশিরভাগ মহিলা রক্তাল্পতার ঝুঁকিতেই ভোগেন। পিরিয়ডের সময়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব শীঘ্রই মোবাইল ফোন চার্জ দেওয়ার ঝামেলার অবসান ঘটতে চলেছে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না। কোন ভিটামিন কিংবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আল্লু অর্জুন অভিনীত বলিউডের বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘পুষ্পা’। কিছুদিন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেখা যায় একটি মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি করে।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৪ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৯ কার্তিক ১৪৩১…