লাইফস্টাইল

টবে চাষ করুন ক্যাপসিকাম

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় বেশ জনপ্রিয় হয়ে উঠছে ক্যাপসিকাম। কারণ পিৎজা, চাইনিজ ভেজিটেবল কিংবা ফ্রাইড রাইসসহ নানা রকম খাদ্য সামগ্রী তৈরিতে এই ক্যাপসিকাম প্রয়োজন পড়ে।

অবশ্য ক্যাপসিকামের আসল নাম আমাদের অনেকের অজানা। এটির আসল নাম হলো বেল পেপার। আবার ক্যাপসিকামকে সিমলা মরিচ বলা হয়ে থাকে। মরিচ নাম হলেও একটি প্রকৃতপক্ষে একটি সবজি। মাছ, মাংস, সবজি, সালাদ ইত্যাদিতেও এর ব্যবহার রয়েছে। সবুজ, লাল ও হলুদ রঙ সহ বিভিন্ন রঙের ক্যাপসিকাম পাওয়া যায় কাঁচাবাজার ও সুপারশপগুলোতে। তবে একটু চেষ্টা করলে বারান্দা বা ছাদের টবে খুব সহজেই আপনি ক্যাপসিকাম চাষ করতে পারেন।

ক্যাপসিকামের কয়েকটি উন্নত মানের জাত রয়েছে। আর এগুলো হলো ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার, ইয়েলো ওয়ান্ডার ও হাইব্রিডের মধ্যে মধ্যে রয়েছে ম্যানহাটন, অনুপম ভারত, রতন, মহাভারত, মানহেম-৩০১৯, মানহেম–৩০২০ ইত্যাদি জাত।

Related Post

কিভাবে এর চাষ করবেন

ঝুরঝুরে বেলে দোআঁশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য খুবই উপযোগী। যদিও সব মৌসুমেই ক্যাপসিকাম চাষ করা সম্ভব, তবে ভাদ্র এবং মাঘ মাসে বীজ বপন করলে ভালো ফলনের সম্ভাবনা থাকে অনেক বেশি।

বীজ কিংবা চারা সংগ্রহ করার পর আপনাকে নিচের দিকে ছিদ্রযুক্ত একটি টব বাছাই করতে হবে। যাতে করে অতিরিক্ত পানি নিষ্কাশনে সুবিধা থাকে। টবের মাটির সঙ্গে এক-তৃতীয়াংশ জৈব সার মিশিয়ে নিন। মোটামুটিভাবে এক মাস বয়সী চারা রোপণের জন্য উপযুক্ত। ক্যাপসিকাম চাষের জন্য আলো, বাতাস এবং প্রখর তাপহীন রোদ খুবই উপকারী। কারণ হলো তীব্র রোদে চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তাপ কম থাকা অবস্থায় চারা রোপণ করা দরকার। চারা রোপণের কমপক্ষে ২০ দিন পর হতে এক চামচ করে ইউরিয়া সার প্রয়োগ করুন। সেই সঙ্গে নিয়মিত পরিমিতভাবে পানি দিতে হবে যেনো মাটি শুকিয়ে না যায়।

চারা একটু বড় হলেই শক্ত খুঁটি দিতে হবে যাতে করে গাছটি হেলে না পড়ে। তাছাড়াও গাছের গোড়ার আগাছা থাকলে সেগুলোও আপনাকেজ সাবধানে তুলে ফেলতে হবে। চারা বসানোর প্রায় ২ মাস পর হতে অর্থাৎ চারা গাছ ৩ মাস হলেই ফল দিতে শুরু করবে, যা পরবর্তী এক থেকে অন্তত দেড় মাস পর্যন্ত আপনাকে ফল দিতে থাকবে।

যেভাবে রোগবালাই দূর করবেন

আপনাকে খেয়াল রাখতে হবে, ক্যাপসিকামের পাতায় যেনো কোনো অবস্থাতেই রোগের উপদ্রব না হয়। সাধারণতভাবে, দুই ধরনের রোগ দেখা যায় ক্যাপসিকামের গাছে। এর একটি হলো পাতা কুঁকড়ে যাওয়া ও অপরটি হলো পাতায় কালো দাগ হওয়া। সাধারণত জাব পোকা দলবদ্ধভাবে পাতার রস চুষে খায়, সে কারণে পাতা কুঁকড়ে যায়। এ থেকে রক্ষা পেতে হলে নিম বীজের দ্রবণ বা সাবান–পানি স্প্রে করা যেতে পারে। এ ক্ষেত্রে ৮ হতে ১০লিটার পানিতে ২ চা–চামচ গুঁড়ো সাবান গুলিয়ে ব্যবহার করতে হবে।

সাধারণভাবে পাতার কালো দাগ ক্যাপসিকামের ফলন কমিয়ে দেয়, এমনকি গাছও অনেক সময় মেরে ফেলে। সে ক্ষেত্রে এক লিটার পানিতে ২ গ্রাম ব্যাভিস্টিন গুলিয়ে ১৫ দিন পরপর আপনাকে স্প্রে করতে হবে।

যারা বাগান প্রতি বেশি আগ্রহী বা ইতিমধ্যেই বাগান করেছেন, তারা বাড়িতেই ক্যাপসিকাম চাষও করতে পারেন। এতে একই সঙ্গে বাগানের আবেশে পরিবর্তন আসবে ও তাজা টাটকা ক্যাপসিকাম পেতে পারেন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মার্চ ৮, ২০২১ 10:49 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে

ছবিতে রয়েছে একটি ব্রাশ: খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মূলত এই ছবিটি একটি হাতে আঁকা কার্টুন। তবে গল্পটি বহুপুরনো…

% দিন আগে