জানা অজানা

৩৩৩-এ ত্রাণ চেয়ে হেনস্তার শিকার সেই ‘৪ তলার মালিক’কে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বৃদ্ধ ফরিদউদ্দিন আহমেদের পরিবার। ফরিদউদ্দিন আহমেদ সম্প্রতি সরকারি হটলাইন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চেয়েছিলেন। তবে তিনি খাবারতো পাননি উল্টো তাকে ১০০ জনকে খাদ্য সহায়তা প্রদান করতে হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে লেখালেখি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন রবিবার সকালে জানিয়েছেন, বৃদ্ধ ফরিদউদ্দিনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাগবাড়ি শেষ মাথা এলাকার বাসিন্দা হলেন বৃদ্ধ ফরিদউদ্দিন আহমেদ।

জেলা প্রশাসক বলেছেন, ফরিদউদ্দিনের পরিবারের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তাদের যে পরিমাণ অর্থ খরচ হয়েছে, সে সব ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। ষাটোর্ধ্ব বৃদ্ধ ফরিদউদ্দিন আহমেদের ঘরে ১৬ বছর বয়সি প্রতিবন্ধী ছেলে, স্নাতক পড়ুয়া মেয়ে এবঙ স্ত্রী রয়েছেন।

এক সময় স্থানীয় এক হোসিয়ারি কারখানায় কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন। তিনবার ব্রেনস্ট্রোক করার পর ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন ফরিদ বর্তমানে কাজ করতে পারেন না। তিনি ওই কারখানাতেই শ্রমিকদের ওপর নজরদারি রাখা বাবদ মাসে ৮ হাজার টাকা পান। তাতে কষ্টেই চলছিল তার সংসার।

তবে করোনাকালীন সময়ে পড়েছেন মহাসংকটে। একরকম নিরুপায় হয়েই তিনি জাতীয় কলসেন্টারের ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চান। কিন্তু দু:খের বিষয় এই একটি কলই তার কাল হলো। বৃদ্ধ ফরিদউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকেকে বলেন, নিয়মিত এফএম রেডিও শোনেন তিনি। রেডিওর সংবাদে তিনি জানতে পারেন ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পাওয়া যায়। সরকারি সহায়তা পেতে তিনি কল করেছিলেন ওই নম্বরটিতে। তবে সহায়তা তো পাননি, উল্টো তিনি চারতলা ভবনের মালিক এমন তথ্যের কারণে ৬৫ হাজার টাকা তাকে জরিমানা গুনতে হয়েছে!

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার নির্দেশে তাকে ১০০ জনের মধ্যে চাল, আলু, ডাল, লবণ ইত্যাদি খাদ্যসামগ্রী বিতরণ করতে বাধ্য করা হয়েছে।

ফরিদউদ্দিন বলেছেন, তার আর্থিক অবস্থা খুবই করুণ। তিনি কাজ করতে পারেন না। এক মেয়েকে বিয়ে দিয়েছেন। অন্য মেয়ে টিউশনি করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাচ্ছেন। প্রতিবন্ধী ছেলের জন্যও নিয়মিত ওষুধ লাগে। তার নিজেরও দৃষ্টিশক্তি একেবারে ক্ষীণ। দুই চোখেই অস্ত্রোপচার করতে হয়েছে তাকে।

তিনি তিনবার স্ট্রোকও করেছেন। কোনো রকমের সঞ্চয়ও নেই তার। নিজের ওষুধ কেনারও কোনো পয়সা নেই। ৬ ভাই ও এক বোন মিলে পৈতৃক সূত্রে পাওয়া জমিতে চারতলা ভবন করেন। চারতলায় ওপরে টিনশেড দেওয়া দুটি ঘরে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে থাকেন ফরিদ। নিজে অসহায় অবস্থায় পড়েছেন বলেই সরকারি সহায়তার জন্য ওই নম্বরে কল করেছিলেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধ।

উল্টো সহায়তা চেয়ে আরও বিপদে পড়েছেন তিনি। ১০০ জনকে খাদ্যসামগ্রী দেওয়ার মতো সামর্থ্যই তার নেই। নিজের স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীর গহনা বিক্রি এবং ধার-দেনা করে বিতরণের জন্য এসব খাদ্যসামগ্রী কিনেছেন বলেও জানিয়েছেন। এমনকি স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলীর থেকেও ধার করেছেন ১০ হাজার টাকা।

তাহলে একবার ভাবুন। আমরা কোন দেশে বসবাস করছি। একজন বৃদ্ধ ফোন করলেন সাহায্যের জন্য। কিন্তু তাকে সাহায্য না দিয়ে উল্টো জরিমানা করা হলো। অথচ একটু তদন্ত করলেই বেরিয়ে আসতো ওই বৃদ্ধের প্রকৃত অবস্থা। অথচ উপস্থিত দু’এক জনের মনগড়া কথা শুনেই তাকে জরিমানা করা হয়েছিলো! তথ্যসূত্র: যুগান্তর

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মে ২৭, ২০২১ 1:30 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে

ফিলিস্তিনের অবৈধ দখল ছাড়তে হবে: আয়াতুল্লাহ আলী খামেনি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যে, ইসরাইলকে ফিলিস্তিনের…

% দিন আগে