দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ঈদের ৬ তারকার নাটক ‘মায়ের ডাক’ ইউটিউবেও প্রশংসিত হচ্ছে। তারকাবহুল এই নাটকটি ইউটিউবে ব্যাপক লাইক ও শেয়ার হচ্ছে।
ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ এবারের ঈদকে কেন্দ্র করে তিনি একঝাঁক তারকাকে নিয়ে নির্মাণ করেন নাটক ‘মায়ের ডাক’। তারকাবহুল নাটকটিতে অভিনয় করেছেন তাহসান রহমান খান, মম, তৌসিফ মাহবুব, জোভান আহমেদ, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল, শাহেদ আলী এবং প্রবীণ ও নন্দিত অভিনেত্রী দিলারা জামান। জননন্দিত এই নাটকটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না।
তবে ‘মায়ের ডাক’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান চরিত্রে অভিনয় করেন প্রবীণ ও নন্দিত অভিনেত্রী দিলারা জামান। নাটকে তাঁকে দেখা গেছে মায়ের চরিত্রে।
২০১৯ সালেও আকবর হায়দার মুন্নার লেখা গল্প এবং প্রযোজনাতেই ‘আশ্রয়’ নামে একটি নাটক নির্মাণ করেছিলেন বান্নাহ। সেটিও বেশ প্রশংসিত হয়। নির্মাতা জানিয়েছেন, এবারের ‘মায়ের ডাক’ নাটকের গল্পও লিখেছেন প্রযোজক আকবর হায়দার মুন্না।
বান্নাহ বলেছেন, ‘করোনার কারণে গতবছর শুটিং করা যায়নি। এবার সব শিল্পীদের শিডিউল মিলে যাওয়ায় গাজীপুরে ৩ দিনে কাজটি করে ফেলেছি। কনফিডেন্টলি মনে হচ্ছে কাজটি দর্শকরা পছন্দ করবে। প্রত্যেকেই বর্তমানে অনেক ব্যস্ত শিল্পী। তারা কাজটির জন্য খুব সাহায্যও করেছেন। শুটিংয়ে আগে বেশ চিন্তায় ছিলাম। তবে শুটিং করার সময় কোনো রকম চিন্তা ছিল না ‘
তিনি আরও বলেছেন, ‘প্রত্যেকেই গল্প পছন্দ করেছেন ও নিজেদের চরিত্রও পছন্দ করেছেন। সে জন্যই ‘মায়ের ডাক’-এ এতোগুলো শিল্পীদের নিয়ে কাজ করা সম্ভব হয়েছে। এটি মূলত ‘ফ্যামিলি ড্রামা’ গল্পের নাটক। প্রযোজক মুন্না ভাইসহ প্রত্যেক শিল্পীকেই ধন্যবাদ। আমার বিশ্বাস, কাজটি দর্শকরা আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’
নির্মাতা সূত্রে জানা যায়, ঈদুল আজহায় ‘মায়ের ডাক’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। যা দর্শকের মনে দারুণ সাড়া ফেলে। এই নাটকটি বর্তমানে ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। সেখানেও সাড়া ফেলেছে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on আগস্ট ৩, ২০২১ 1:27 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…