দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে জামায়াতের আহ্বানে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল চলছে। রাজধানীতে এ পর্যন্ত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
হরতালের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীরা সহিংস হয়ে ওঠে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজধানীতে ৫ জন গুলিবিদ্ধ হয়।
হরতালে সকাল থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে। রাজধানীর সঙ্গে দূরপাল্লার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজধানীর কল্যাণপুরে শিবিরের ঢাকা মহনগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন (২৪) ও অর্থ সম্পাদক বিপ্লব (২৬)সহ ৪ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে কল্যাণপুর থেকে একটি মিছিল বের করে তারা। এসময় সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১৫-২০ রাউন্ড বুলেট ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
হরতালের শুরুতে সকাল ৬টায় রাজধানীর রায়েরবাগে পুলিশের গুলিতে একজন আহত হয়েছে। এখানে জামায়াত-শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এছাড়া বেশ কয়েক স্থানে মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।
উল্লেখ্য, দলের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।
This post was last modified on আগস্ট ১৩, ২০১৩ 4:33 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফটের খ্যাতি রয়েছে সর্বত্র। বহু আগে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা হবে এপ্রিল মাসের মাঝামাঝি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসের ভিতর থাকা মহিলা কন্ডাক্টরের সঙ্গে কথা বলছেন ঝুলে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ১৭ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যেমন এক দিকে রয়েছে সংসারের দায়িত্ব, অপরদিকে পেশাগত জায়গায় কাজের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে হট ৫০ সিরিজের নতুন ফোন ‘ইনফিনিক্স…