দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আয়না ছাড়া আমাদের চলে না। চুল আচড়ানো হোক আর মুখের যত্ন নেওয়া হোক আয়নার সামনেে যেতেই হবে। তাই বলা যায়, আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত হওয়া বস্তুটিই হলো আয়না।
খোলা অবস্থাতে থাকার কারণে এই আয়নায় সবচেয়ে বেশি ময়লা হয়। আপনি যতো দামী লিকুইড দিয়েই পরিষ্কার করেন না কেনো আয়নাকে নতুনের মত করা সম্ভব হয়ে ওঠে না। তারপরও কিছু দাগ আয়নায় রয়েই যায়। আয়নার দাগ দূর করার ঘরোয়া কিছু উপায় সম্পর্কে আজ আলোচনা করা হবে।
বেকিং সোডা
অনেকেই হয়তো বিষয়টি জানেন না, কারণ বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ পরিমাণ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিতে হবে। এখন পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা সুন্দর করে মুছে ফেলুন। তখন দেখবেন, আয়নার দাগ এক নিমেষেই যেনো চলে গেছে।
ভিনেগার
ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে নিন। আর এই মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এখন আয়নার উপর মিশ্রণটি স্প্রে করুন। তারপর মাইক্রোভাইবার ক্লথ বা নিউজপেপার কিংবা সুতির কাপড় দিয়ে আয়নটি মুছে ফেলুন। এছাড়াও ভিনেগার পানির মিশ্রণ কাপড়ে ভিজিয়েও আয়নাটি পরিষ্কার করতে পারেন।
শেভিং ক্রিম
আয়নাতে শেভিং ক্রিম ব্যবহার করা যায় সেটি হয়তো কারও মাথাতেই আসবে না। বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে অনেক সময় দাগ পড়ে যায়। এই দাগ ওঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই আয়নায় শেভিং ফোম কিংবা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন। দেখবেন পানির সব দাগই উঠে গেছে। তবে মনে রাখতে হবে, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম কখনও মেখে রাখবেন না। এতে উল্টো আরও দাগ পড়ে যেতে পারে।
ডিস্টিল্ড ওয়াটার
আপনার ঘরের আয়নাকে নতুনের মতো আরও ঝকঝকে করতে ডিস্টিল্ড ওয়াটারের জুড়ি নেই। সাধারণ পানির চেয়ে ডিস্টিল্ড ওয়াটার আয়না পরিষ্কার করতে বেশি কার্যকর। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিতে পারেন। ইচ্ছে করলে এটি প্রতিদিনই ব্যবহার করতে পারেন।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on আগস্ট ২৯, ২০২১ 1:23 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে এনটিভি প্রতি বছরের মতো এবারও ৭ দিনব্যাপী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…