শিক্ষা-সংস্কৃতি

ডেটলাইন ১২ সেপ্টেম্বর: শিক্ষার্থীদের বই-খাতা ঝাড়াঝাড়ি শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো দিন ঘনিয়ে আসছে শিক্ষার্থীদের মধ্যে যেনো অনেকটা ঈদ ঈদ রব! তারা দেড় বছরের বেশি সময় ধরে ঘরে বন্দি অবস্থায়। ১২ সেপ্টেম্বর স্কুল খোলার খবরে তাদের আগ্রহ দেখা যাচ্ছে। এখন তারা বই-খাতা ঝাড়াঝাড়ি করতে ব্যস্ত।

দীর্ঘ দেড় বছর যাবত স্কুল-কলেজ বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ঘরের মধ্যে বন্দি অবস্থায় জীবন যাপন করছে। অনলাইনে যেটুকু পড়ালেখা হয়েছে তা খুবই সামান্য। তাছাড়া গ্রাম-গঞ্জের শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইনে পড়ার বিষয়টিও বেশ জটিল ছিলো। যে কারণে স্কুল খোলার খবরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তারা আবার ক্লাসরুমে যাবে, পড়ালেখা করবে, সহপাঠিদের সঙ্গে দেখা হবে- অনেক প্রত্যাশা জমে আছে শিক্ষার্থীদের মনে। আর তাই স্কুল খোলার খবরে তারা বেশ উদ্দেলিত।

করোনা আমাদের জীবন যাপনকে একেবারে পাল্টে দিয়েছে। ঘরের মধ্যে থাকা, বাইরে বের হলে মাস্ক পরে বের হওয়া এক রুটিন জীবন যাপন যাকে বলে। শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপকভাবে করোনার প্রভাব পড়েছে। গত বছরের মার্চ হতে শুরু করে এ পর্যন্ত টানা বন্ধ রয়েছে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়।

Related Post

করোনা পরিস্থিতি কিছুটা কমতে শুরু করার পর থেকেই স্কুল-কলেজ খুলে দেওয়া দাবি উঠতে থাকে। সরকারও এই বিষয়টি বিবেচনায় এনে স্কুল-কলেজ খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রথমে পঞ্চম ও ২০২১ ও ২০২২ সালের এসএসসি শিক্ষার্থী ও এইচএসসির শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে। বাকিরা সপ্তাহে মাত্র একদিন করে ক্লাস করতে পারবে। তবে করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে বা আরও কমে তাহলে এই রুটিন পরিবর্তন হবে- সরকারের এমন ঘোষণা এসেছে।

শিক্ষার্থীরা আবারও মুক্ত জীবনে ফিরছে

করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের। তারা ঘরের মধ্যে বসে একেবারে বন্দি জীবন যাপন করছিলো। এমন এক পরিস্থিতিতে স্কুল খোলার খবরে তাদের মধ্যে যেনো স্বস্থি ফিরে এসেছে। তারা আবারও ক্লাসে যেতে পারবে। সহপাঠিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। সব মিলিয়ে তাদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ করা যাচ্ছে। তাইতো তারা ১২ সেপ্টেম্বরকে সামনে রেখে বই-খাতা ঝাড়াঝাড়ি এবং স্কুল ড্রেস ধোয়াসহ নানা আয়োজন শুরু করেছে। সময় আসার আগেই চলছে তাদের স্কুলে যাওয়ার প্রস্তুতি।

অপরদিকে স্কুল-কলেজ কর্তৃপক্ষও স্কুল-কলেজের ক্লাসরুম পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছেন। ক্লাস রুম পরিষ্কারসহ ঘাস জমে যাওয়া স্কুল-কলেজের মাঠগুলো পরিষ্কারের কাজ চলছে পূর্ণ উদ্যোমে। অপরদিকে স্বস্থি ফিরেছে প্রাইভেট স্কুলগুলোতে। বিশেষ করে কিন্ডারগার্ডেনগুলো এখন আবার জমে উঠবে। প্রায় দেড় বছর বন্ধ থাকার কারণে দেশের বহু কিন্ডারগার্ডেন বন্ধ হয়ে গেছে। যাদের নিজস্ব ভবন নেই তারা মাসের পর মাস ভাড়া গুণতে গিয়ে দেউলিয়া হয়ে শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান। দেশে বিশেষ করে রাজধানী ঢাকাসহ শহরগুলোতে এমন স্কুলের সংখ্যা নেহায়েত কম নয়। তবে এখনও যারা টিকে রয়েছেন তারা উঠে দাঁড়াবার চেষ্টা করছেন।

তবে শেষ কথা হলো স্কুল-কলেজ খুললেও অভিভাবকদের দায়িত্ব হলো তাদের সন্তানদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কঠোর পরামর্শ দেওয়া। যাতে স্কুল খুললেও এমন কোনো পরিস্থিতির উদ্ভব না ঘটে যাতে করে আবারও বন্ধ করতে হয় শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলগুলো যেমন দায়িত্ব পালন করবে তেমনি অভিভাবকদের দায়িত্ব রয়েছে তাদের সন্তানদের সেই শিক্ষা দেওয়া। যাতে করে তারা স্কুলে গিয়ে আগের মতো যথেচ্ছভাবে চলাফেরা না করেন। স্বাস্থ্যবিধি মেনে যেনো তারা স্কুলে পড়ালেখা করেন। তবে পরিস্থিতি বোঝা যাবে কিছুদিন ক্লাস হওয়ার পর। পরিস্থিতি যেনো আমাদের শিক্ষার্থীদের অনুকুলে থাকে- সেই প্রত্যাশা আমাদের সকলের।

স্কুল খোলা নিয়ে আমাদের পূর্বের দুটি প্রতিবেদন:

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এখন সময়ের দাবি

শিক্ষার্থীদের ধ্বংসের হাত থেকে বাঁচান: দয়া করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on সেপ্টেম্বর ৬, ২০২১ 9:55 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পেসমেকার হ্যাকিং: ঝুঁকি ও বাস্তব জীবনের কাহিনী

মোহাম্মদ শাহজালাল ॥ পেসমেকার হল একটি বৈদ্যুতিক যন্ত্র যা হৃদযন্ত্রের (হার্ট) নির্দিষ্ট স্পন্দন বা ধাপ…

% দিন আগে

ডিজিটাল পেমেন্ট পদ্ধতি শক্তিশালী করার জন্য কৃষকের জন্য আইফার্মার নিয়ে এলো “ফার্মার কার্ড”

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্যাশলেস অর্থনীতির বিকাশ ত্বরান্বিত করতে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে…

% দিন আগে

আবারও বিয়ের পিড়িতে বসলেন সানি লিওন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী ও মডেল সানি লিওন আবারও বিয়ের পিড়িতে বসলেন।…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে আজ প্রেসিডেন্ট নির্বাচন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর)…

% দিন আগে

ব্র্যাক ব্যাংক এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বেসিসের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সদস্যদের জন্য…

% দিন আগে

৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩ স্ত্রী, ২ বান্ধবী, ১০ সন্তানকে নিয়ে সংসার বেকার যুবকের!…

% দিন আগে