দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে স্কুল-কলেজগুলো। কর্মচারীরা হাড়ভাঙ্গা পরিশ্রম করছেন এই কাজে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা বলেছেন, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে পাঠদান কর্মসূচি চালু করার পূর্বে কিছু প্রস্তুতি সম্পন্ন করার অংশ হিসেবে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে।
করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চের মাঝামাঝি থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। তবে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল এবং কলেজ পর্যায়ে এই ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। যে কারণে সেদিন থেকে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি আবারও চালু হতে চলেছে। দেশের করোনা পরিস্থিতি বেশ উন্নতি ঘটায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাজধানীর কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলগুলোর শ্রেণিকক্ষে ধোয়া-মোছার কাজ চলছে। বেঞ্চ ও চেয়ারের পাশাপাশি জানালার গ্রিলের জংও উঠানো হচ্ছে। নতুন করে রং করা হবে সেইসব জানালা।
দাপ্তরিক কাজের জন্য অফিস রুম ও টিচার্স রুম আগেই পরিষ্কার করে খোলা হয়েছে। তবে ক্লাসগুলো দীর্ঘদিন বন্ধ থাকায় ময়লায় ভাগাড়ে পরিণত হয়েছিলো। সেগুলো এখন পরিষ্কার করা হচ্ছে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা আসার পর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বেশ কিছু স্কুলে গিয়ে দেখা যায়, জীবাণুনাশক টানেল বসানোর কাজও চলছে।
অনেক স্কুলে গেটের মুখে জীবাণুনাশক টানেল বসানো হচ্ছে। স্কুলে যারাই প্রবেশ করবে তারা এই টানেল দিয়েই প্রবেশ করবে। এরপর আবার হ্যান্ড স্যানিটাইজার রাখার ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে এগুলো ব্যবহার করেই স্কুলে ঢুকা যায়। ক্লাসেও কীভাবে শিক্ষার্থীদের একে অপরের থেকে যথাসম্ভব দূরে রেখে অর্থাৎ দূরত্ব বজায় রেখে বসানো যায় সেই বিষয়টিও বিবেচনায় আনা হচ্ছে। কয়েকটি স্কুলের পরিস্থিতি দেখে বোঝা যায়, স্কুল কর্তৃপক্ষ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলো প্রস্তুতি সম্পন্ন করছেন।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ৮, ২০২১ 12:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজেকে চাঙ্গা রাখার কোনও চেষ্টাই করা হয় না। শীতে ঠাণ্ডার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…