দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১২ সেপ্টেম্বর খুলছে স্কুল ও কলেজ পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলায় শিক্ষার্থীরা বেশ উৎফুল্ল। তবে অভিভাবকদের মাথায় চিন্তার রেখা। স্বাস্থ্যবিধি কতোটা নিশ্চিত হবে সেটি নিয়েই চিন্তিত তারা।
করোনা প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের মার্চের মাঝামাঝি থেকে দেড় বছর যাবত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে সর্বশেষ ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিলো। তবে ১২ সেপ্টেম্বর থেকে স্কুল এবং কলেজ পর্যায়ে এই ছুটি আর না বাড়িয়ে আগামীকাল ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়া দেওয়া হচ্ছে। ৫৪৩ দিন পর খুলছে স্কুল-কলেজ। যে কারণে সেদিন থেকেই শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি আবারও চালু হতে যাচ্ছে। দেশের করোনা পরিস্থিতি বেশ উন্নতি ঘটায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এদিকে স্কুল খুলে দেওয়ার ব্যাপারে অভিভাবকদের আগ্রহ ছিলো সব সময়। তারা মনে করতেন শিক্ষার্থীরা স্কুলে গেলে আবারও পড়ালেখায় প্রাণ ফিরে আসবে। সেটিই স্বাভাবিক। তবে স্কুল খুলে দেওয়ার পর তারা বেশ চিন্তিত। কারণ স্বাস্থ্যবিধি কতোটা মানা হবে সেটি নিয়ে শংকায় রয়েছেন। কারণ শিক্ষার্থীরা স্বাধীনতা পেলে হয়তো স্বাস্থ্যবিধি মানার বিষয়টি ভুলে যাবেন- এমন আশংকা প্রকাশ করছেন তারা।
তবে শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, শিক্ষকরা এই বিষয়টি বিশেষ করে স্কুল কর্তৃপক্ষগুলো বেশ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বিবেচনা করছেন। কোনো অবস্থাতেই যাতে শিক্ষার্থীরা বিশৃংখল পরিস্থিতি সৃষ্টি না করে সেদিকে তারা কঠোর ব্যবস্থা নিবেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। স্কুল কর্তৃপক্ষ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখবেন। কোনো অবস্থাতেই কাওকে ছাড় দেবেন না। কারণ করোনার কারণে এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে শিক্ষার্থীদের। তাই কোনো উদ্বুধ পরিস্থিতির কারণে যাতে স্কুল খোলার বিষয়টি বিতর্কিত না হয় সেদিকে নজর রাখবেন।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ১১, ২০২১ 6:46 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ডিমের দাম এতো হতে পারে তা কখনও কী ভাবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…