দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মিডিয়া ফেইসবুক তাদের ব্যাবহারকারীদের জন্য এবার নিয়ে আসছে ভাষা অনুবাদের সফটওয়্যার! ফেইসবুক ব্যাবহারকারীদের সংখ্যা যেমন বেড়েছে তেমনি এর ব্যবহারকারীদের বন্ধু তালিকায় দেশের গণ্ডি পেরিয়ে ভিন্ন ভাষী দের অন্তর্ভুক্তি বাড়ছে ফলে ফেসবুকে বিভিন্ন ভাষা অনুবাদ জরুরী হয়ে পড়েছিল।
ফেসবুক তাদের নতুন প্রযুক্তির ভাষা রূপান্তরের মোবাইল টেকনোলোজি নিয়ে গবেষণা চালাতে ইতোমধ্যে একটি বিশেষ দল গঠন করেছে। এদলের কাজ হবে মোবাইলে ডিভাইসের জন্য জিব্বিগো অ্যাপ্লিকেশানকে উন্নত করা যাতে করে এটি ফেইসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডে আসা ভিন্ন ভাষাকে অনুবাদ করতে পারে।
জিব্বিগো অ্যাপ্লিকেশান প্রথম বাজারে আত্মপ্রকাশ করে ২০০৯ সালে এবং এটি ২৫ টি ভাষার অনুবাদ করতে পারে। এ জিব্বিগো অ্যাপ্লিকেশানটি তৈরি করা হয়েছিল আন্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে বিশ্বজুড়ে টুরিস্ট এবং মেডিক্যাল টিমদের কাজের ক্ষেত্রে বিভিন্ন দেশের ভাষা বুঝার সুবিধার্থে।
ফেইসবুক থেকে জানানো হয়েছে, “ আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমারা পৃথিবীর বেশ কিছু জনপ্রিয় ভাষা ফেইসবুক ব্যবহারকারীদের মাঝে অনুবাদের মাধ্যমে ছড়িয়ে দিতে পারব এবং এ নিয়ে আমরা কাজ করছি।“
এদিকে জিব্বিগো প্রোগ্রামার দল জানিয়েছে, “ ফেইসবুক এবং এর সম্প্রতি ভাষা নিয়ে হাতে নেয়া মিশনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ একে অপরের সাথে ভাষার জটিলতা এড়িয়ে নিজেদের মনোভাব আদান প্রদান করতে পারবে।“
ফেইসবুক তাদের এই যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে সামনে এর ব্যবহারকারীদের ভাষার আদান প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারবে বলে আশা করা যাচ্ছে, যেমন নতুন এ প্রযুক্তি সংযুক্ত হলে ফেইসবুক ব্যবহারকারীরা স্বয়ংক্রিয় ভাবে ভিন্ন ভাষায় অনুবাদের মাধ্যমে লাইভ চ্যাট করতে পারবেন, মাতৃভাষায় স্ট্যাটাস দিয়ে তা বন্ধুদের সুবিধার্থে ভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবেন। এখানে উল্লেখ্য যে ফেইসবুক এর আগে নিউজ ফিডে এবং কমেন্ট অপশনে ভাষা অনুবাদের সুবিধা সংযুক্ত করেছিল।
সূত্রঃ techcrunch.com
This post was last modified on আগস্ট ১৪, ২০১৩ 11:14 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), দেশের আইটি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে যে, অবশেষে গাজায় চলমান সহিংসতা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ ডিসেম্বর কর্নাটকের সক্লেশপুরের হাদিগে গ্রামে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি বিষয় হলো সাপ্লিমেন্ট যখন খুশি তখন খাওয়া যায় না।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হোন্ডার জনপ্রিয় মোটরসাইকেল সিবি ইউনিকর্ন সম্প্রতি নতুন রূপে আন্তর্জাতিক বাজারে…