দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট দুনিয়ায় ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্কিং নির্ধারণের সবচেয়ে জনপ্রিয় টুল অ্যালেক্সা ডট কম। আগামী বছর ২০২২ সালের ১ মে হতে পুরোপুরি কার্যক্রম গুটিয়ে নেবে অ্যামাজনের এই প্রতিষ্ঠানটি। তবে এই সার্ভিস তারা পাবেন না ভেবে গ্রাহকরা হতাশ।
এই সংক্রান্ত অ্যালেক্সার ওয়েবসাইটে একটি নোটিশও দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে, ‘২৫ বছর আগে ইন্টারনেটে অ্যালেক্সার যাত্রা শুরু হয়েছিলো। দুই দশক ধরে ডিজিটাল ওডিয়েন্স খুঁজে বের করার ক্ষেত্রে, তাদের কাছে পৌঁছাতে ও নতুন ডিজিটাল ওডিয়েন্স তৈরি করতে গ্রাহকদের সহযোগিতা করে এসেছে অ্যালেক্সা.কম। তবে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার পরেও সম্প্রতি আমরা একটি কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, ২০২২ সালের ১ মে হতে অ্যালেক্সা.কম বন্ধ করে দিচ্ছি। কনটেন্ট রিসার্চ, অ্যানালাইসিস, কিওয়ার্ড খুঁজে বের করা এবং অন্যান্য কাজে এতোদিন ধরে আমাদের ব্যবহার করার জন্য আপনাদের ধন্যবাদ।’
ইতিমধ্যেই অ্যালেক্সাতে নতুন সাবস্ক্রিপশন বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা আপাতত অ্যামাজন ডাটা এবং এসইও টুলসগুলো ব্যবহার করতে পারবেন। তবে এই সেবাগুলোও ২০২২ সালের মে মাস পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, অ্যালেক্সা ইন্টারনেট ১৯৯৬ সালে তাদের যাত্রা শুরু করে। ১৯৯৯ সালে অ্যামাজন এই কোম্পানীটি অধিগ্রহণ করে। বর্তমানে অ্যালেক্সার সদর দপ্তর হলো সানফ্রান্সিস্কোতে।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on ডিসেম্বর ১৩, ২০২১ 10:16 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল উদ্ভাবনী অপারেটর বাংলালিংক গতকাল (শনিবার) ঢাকা, চট্টগ্রাম,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর যে কোনো মূল্যেই হোক না কেনো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কানাডার কুইবেকে কিছু তরুণ বরফে জমে যাওয়া হ্রদের নিচে ডুব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে যাওয়া এবং ঠাণ্ডা হাওয়ার কারণে মুখের…