২০২১ সালে জনপ্রিয়তার শীর্ষে কয়েকটি অ্যাপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুরো বছরজুড়ে নতুন-পুরনো নজরকাড়া সব অ্যাপ্লিকেশনেই মেতে ছিলেন প্রযুক্তিপ্রেমীরা। করোনা মহামারিতে ঘরবন্দি সময়টাতে মানুষ প্রচুর সময় দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রসহ সব ধরনের ক্ষেত্রেই অ্যাপের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে। এইসব অ্যাপের ব্যবহার বদলে দিয়েছে অনলাইন কার্যক্রমসহ মানুষের জীবন ধারা।

২০২১ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা কয়েকটি অ্যাপের তালিকা আজ দেখে নিন। প্রযুক্তিবিষয়ক সাইট কুবকোর একটি প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এই তথ্যটি।

Related Post

ফেসবুক: ফেসবুকের এক প্রতিবেদন অনুযায়ী দেখা যায়, সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম এই মাধ্যম ফেসবুক প্রতিমাসে ব্যবহার করে ২.৭ বিলিয়ন মানুষ। তরুণ প্রজন্ম হতে শুরু করে বয়োবৃদ্ধঃ সবার কাছেই সমানভাবে জনপ্রিয় ফেসবুক।

এই বছর অর্থাৎ ২০২১ সালে বেশ কয়েকবার ফেসবুক বিভ্রাট দেখা দিলেও এর ব্যবহারকারীর সংখ্যা খুব একটা কমেনি, বরং আরও বেড়েছে। কয়েক মাস পূর্বেই ফেসবুকের কর্পোরেটের নামকরণ করা হয়েছে মেটা। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন একেবারেই অন্য কথা। তারা মনে করেন, বর্তমানে তরুণ প্রজন্ম ফেসবুক থেকে টিকটক ও ইনস্টাগ্রামেই বেশি সরব।

ইউটিউব: ইউটিউব বর্তমানে প্রযুক্তিবিষয়ক সাইট কুবকোর তৈরি জনপ্রিয় শীর্ষ অ্যাপের তালিকার ২ নম্বরে অবস্থান করছে ইউটিউব।

হোয়াটসঅ্যাপ: ফেসবুকের মালিকানাধীন আরেকটি টেক্সটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহৃত হয়ে আসছে এই অ্যাপটি। এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ বিলিয়নের বেশি। এই হোয়াটসঅ্যাপকে অনেকেই নির্ভরযোগ্য মনে করেন।

ইনস্টাগ্রাম: ২০২১ সালের আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো ইনস্টাগ্রাম। সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে এটি অন্যতম। এটির ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়ন।

টুইটার: টুইটার কেবল রাজনীতিবিদ ও তারকারাই বেশি ব্যাবহার করে থাকেন। যে কারণে বাংলাদেশের সাধারণ মানুষের টুইটারের প্রতি তেমন একটা আগ্রহ নেই। তাই আমাদের দেশে টুইটার ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। তারপরও জনপ্রিয়তার শীর্ষ তালিকায় রয়েছে এই সোশ্যাল মিডিয়াটি।

টিকটক: টিকটকে বিশ্বব্যাপী ৭০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী বিদ্যমান। রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক পেরিয়েছে টিকটক। যা গত বছরের জুলাইয়ের চেয়ে এটি প্রায় ৪৫ শতাংশ বেশি।

লিঙ্কডইন: লিঙ্কডইন হলো ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট। বিশ্বে ব্যাপক এটিও বেশ জনপ্রিয়। অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে এটি কিছুটা ভিন্ন। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেও তৈরি করতে পারেন প্রোফাইল। মাইক্রোসফট রিপোর্ট করেছে যে লিঙ্কডইন আয় মহামারির পর এ বছর বেড়েছে প্রায় ২১ শতাংশ।

স্ন্যাপচ্যাট: শীর্ষস্থানীয় ১০টি সোশ্যাল মিডিয়া অ্যাপের তালিকার মধ্যে রয়েছে স্ন্যাপচ্যাট। এই বছর স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

জুম: করোনা মহামারির সময়টাতে সবচেয়ে বেশি ব্যবহৃত সাইট হলো এই জুম। অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিস মিটিং সব কিছুই চলেছে এর মাধ্যমে। ২০২১ সালের সেরা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে এটিও একটি।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on ডিসেম্বর ১৯, ২০২১ 12:05 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে

এবার মিউজিক ভিডিওতে তোরসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহ আবদুল করিম এবং হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের…

% দিন আগে

বাংলাদেশের উন্নতি দেখে আমরা লজ্জা পাই- পাকিস্তানের প্রধানমন্ত্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে নিজেদের দিকে তাকালে ‘লজ্জা’ পান বলে…

% দিন আগে