বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে বড়দিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনা মহামারি বিশেষ করে ওমিক্রনের আক্রমণের কারণে সীমিত আকারে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন।

করোনা মহামারি বিশেষ করে ওমিক্রনের আক্রমণের কারণে সীমিত আকারে বিশ্বের বিভিন্ন দেশসহ বাংলাদেশে পালিত হচ্ছে খ্রিষ্ট ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। যিশুখৃস্টের জন্মদিন উপলক্ষ্যে খৃস্টানধর্মাবলম্বীরা এই দিনটিকে পালন করে থাকেন। এবারও মহামারির পরও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে পালিত হচ্ছে বড়দিন।

করোনা বিশষে করে নতুন ধরন ওমিক্রমের কারণে বাংলাদেশেও বড়দিন ও থার্টিফাস্ট নাইটের অনুষ্ঠান না করার কথা বলা হয়। এক চিঠিতে আগেই বলা হয়েছে, ‘প্রতিবছর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন, ২৫ ডিসেম্বর যথাযথ মর্যাদা, আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়ে থাকে। সেই সঙ্গে খ্রিষ্টীয় বর্ষের শেষ দিন ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষেও বিভিন্ন স্থানে আনন্দ-উৎসবের আয়োজন করা হয়ে তাকে। অতিমারি কোভিড-১৯-এর কারণে বিশ্বব্যাপী সব ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, জনসমাবেশ অত্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবেই পালিত হচ্ছে।’

Related Post

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং ইংরেজি নতুন বছর উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে প্রকাশ্যে সভা, সমাবেশ এবং ধর্মীয় অনুষ্ঠান আয়োজন না করতে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সম্প্রতি এই নির্দেশ জারি করেছে।

পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি-মহাসচিবকে এই নির্দেশনাটি পাঠানো হয়েছে। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় চিঠিতে।

এতে বলা হয়, ‘খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড়দিন ও খ্রিষ্টীয় বর্ষের শেষ তারিখ ৩১ ডিসেম্বর রাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে প্রকাশ্যে কোনো সভা, সমাবেশ ও ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সীমিত পরিসরে আয়োজন করাই যৌক্তিক হবে।’

‘প্রতি বছর খ্রিষ্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন, ২৫ ডিসেম্বর যথাযথ মর্যাদায়, আনন্দ, উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়ে থাকে। সেই সঙ্গে খ্রিষ্টীয় বর্ষের শেষ দিন ৩১ ডিসেম্বর রাতেও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। অতিমারি কোভিড-১৯-এর কারণে বিশ্বব্যাপী সব ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান, জনসমাবেশ অত্যন্ত সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে পালিত হচ্ছে।’

‘এ জন্যে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারী অব্যাহত রাখাসহ নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রয়োজনে উপজেলা, জেলা, বিভাগীয় এবং মেট্রোপলিটন শহর এলাকায় স্থানীয়ভাবে সংশ্লিষ্টদের সঙ্গে সভা এবং আলোচনা করে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে।’

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on ডিসেম্বর ২৩, ২০২১ 3:28 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাকিস্তানে বন্দুকযুদ্ধ: ৬ সেনা ও ৬ সন্ত্রাসী নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন লেফটেন্যান্ট…

% দিন আগে

ইরানের হামলার সময় বাঙ্কারের মধ্যে ইসরায়েলি জুটির বিয়ে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিকে ইরানের হামলা আর অন্যদিকে জীবন বাঁচাতে বাঙ্কারে আশ্রয়। তবে…

% দিন আগে

সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৬ অক্টোবর ২০২৪ খৃস্টাব্দ, ২১ আশ্বিন ১৪৩১…

% দিন আগে

সকালে চোখ খুলেই হাতে তুলে নেন মোবাইল: কোন বিপদ ঘটতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি ঘুমের ঘোর কাটতে বেশ সময় লাড়ে। অনেকক্ষণ ঘুম…

% দিন আগে

ডিবিএইচ ফাইন্যান্সের বরিশাল শাখা উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি…

% দিন আগে

অভিনেত্রী মা অপু ছেলে ইয়াশের বিয়ে নিয়ে যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় সাদাকালো যুগে টিভি নাটকের প্রিয় মুখ ছিলেন অভিনেত্রী…

% দিন আগে