স্যামসাং টিভিতে ১৫০০০ টাকারও বেশি ক্যাশব্যাক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধুনিক, চমকপ্রদ এবং উদ্ভাবনী প্রযুক্তির বিশ্বের ১ নম্বর টেলিভিশন স্যামসাং ব্র্যান্ডের টিভিগুলো এখন পাওয়া যাবে আরও সাশ্রয়ী মূল্যে! আর বিশেষ অফার হিসেবে স্যামসাং টিভিতে ১৫০০০ টাকারও বেশি ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস প্রস্তুতকারক ব্র্যান্ড স্যামসাং তার ক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এক অসাধারণ অফার নিয়ে এসেছে। অধিক সংখ্যক ক্রেতাদের কাছে সাশ্রয়ী মূল্যে শীর্ষস্থানীয় টেলিভিশন মডেলগুলো পৌঁছে দেয়ার লক্ষ্যে বিশ্বের ১ নম্বর টিভি ব্র্যান্ডটি এর টিভি লাইন-আপে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা প্রদান করছে।

এ অফারের আওতায়, ৫৫-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৫৫এইউ৭৭০০আর) এবং (ইউএ৫৫এইউ৮০০০আর) এ দু’টি পৃথক মডেলের টিভিগুলো যথাক্রমে ৯৯,৯০০ টাকার পরিবর্তে ৯৩,৯০০ টাকায় এবং ১,০৫,৯০০ টাকার পরিবর্তে ৯৯,৯০০ টাকায় পাওয়া যাবে। ৫৫-ইঞ্চির ফোরকে ইউএইচডি টিভির মডেলগুলো ব্যবহারকারীদের স্পষ্ট ছবি ও দুর্দান্ত পারফরমেন্স উপভোগ করার সুযোগ করে দিবে। এটি স্বয়ংক্রিয়ভাবে কম রেজ্যুলেশনের ভিডিওগুলো সিন-বাই-সিন বিশ্লেষণ করে এবং শক্তিশালী ফোরকে আপস্কেলিং প্রযুক্তির মাধ্যমে কালার ও কন্ট্রাস্ট সমন্বয় করে, যার ফলে ফোরকে রেজ্যুলেশন কনটেন্ট উপভোগ করা যায়।

Related Post

এছাড়াও, ৫০-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৫০এইউ৭৭০০আর) এবং (ইউএ৫০এইউ৮০০০আর) দু’টি মডেল পূর্ব মূল্য ৭৮,৯০০ টাকার পরিবর্তে ৭৩,৯০০ টাকা এবং ৮৪,৯০০ টাকার পরিবর্তে ৭৮,৯০০ টাকায় পাওয়া যাবে। স্মার্ট ফোরকে অভিজ্ঞতার সাথে এই মডেলগুলো রঙিন এবং প্রাণবন্ত ছবি প্রদান করে। রঙের এক বিলিয়ন শেড সহ ডায়নামিক ক্রিস্টাল প্রযুক্তি বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা প্রদান করে, যাতে ব্যবহারকারীরা ছবির প্রতিটি বিষয় দেখতেপারবেন।

৪৩-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভির (ইউএ৪৩এইউ৭৭০০আর) এবং (ইউএ৪৩এইউ৮০০০আর) দু’টি মডেল এখন পূর্ব মূল্য ৫৯,৯০০ টাকার পরিবর্তে ৫১,৯০০ টাকায় এবং অন্যটি ৬৮,৯০০ টাকার পরিবর্তে ৫৯,৯০০ টাকায় পাওয়া যাবে। স্লিম গড়নের ৪৩-ইঞ্চি ফোরকে ইউএইচডি টিভি মডেলগুলো প্রাণবন্ত রঙ প্রদান করে। নজরকাড়া ডিজাইনের ফোরকে ইউএইচডি টিভি’র ফিচার ৪-গুন বেশি পিক্সেলের সাথে সাধারণ এফএইচডি থেকে নিখুঁত ছবি প্রদান করে।

এছাড়াও, ৪৩-ইঞ্চি স্মার্ট এফএইচডি টিভি (ইউএ৪৩টি৫৪০০এআর) ৪৯,৯০০ টাকার পরিবর্তে ৪৫,৯০০ টাকায়, ৩২-ইঞ্চি স্মার্ট এইচডি টিভি (ইউএ৩২টি৪৪০০এআর) পূর্ব মূল্য ৩২,৯০০ টাকার পরিবর্তে ৩০,৯০০ টাকায় এবং ৩২-ইঞ্চি বেসিক এইচডি টিভি (ইউএ৩২এন৪০১০এআর) পূর্ব মূল্য ২৮,৯০০ টাকার পরিবর্তে ২৬,৯০০ টাকায় পাওয়া যাবে। পারকালার প্রযুক্তির স্যামসাং এফএইচডি/ এইচডি টিভি নিখুঁত ও উচ্চ মানসম্পন্ন ছবি প্রদান করে।

কিউএলইডি টিভি মডেলগুলোতে অবিশ্বাস্য ক্যাশব্যাকের সুযোগ দিচ্ছে স্যামসাং। ৫৫-ইঞ্চি কিউএলইডি টিভির (কিউএ৫৫কিউ৬০এএআর) এবং (কিউএ৫৫কিউ৭০এএআর) দুটি মডেল এখন যথাক্রমে ১,৪৪,৯০০ টাকার পরিবর্তে ১,২৯,৯০০ টাকায় এবং ১,৫৯,৯০০ টাকার পরিবর্তে ১,৪৪,৯০০ টাকায় পাওয়া যাবে। ঝকঝকে ছবি প্রদানে ডিভাইসগুলোতে বিশেষ কোয়ান্টাম ডট প্রযুক্তি রয়েছে। কালার ভলিউম ১০০% সহ, কোয়ান্টাম ডট আলোকে প্রাণবন্ত রঙে পরিণত করে এবং যেকোনো ব্রাইটনেসেই তা বজায় থাকে।

এই বিশেষ অফারের বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “স্যামসাং সবসময়ই সর্বোচ্চ মানের প্রযুক্তি পণ্য এবং সেবা প্রদানের ওপর জোর দেয়। আমরা বিশ্বাস করি, এই পণ্যগুলোর দাম কমানোর মাধ্যমে আমরা ফিচার বা মানের সাথে কোনোরূপ আপোষ না করেই স্যামসাং পণ্যগুলোকে আরও অধিক সংখ্যক গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে পারবো।”

গ্রাহকদের প্রয়োজনীয়তা পূরণে ধারাবাহিকভাবে উদ্ভাবনী পণ্য তৈরি স্যামসাংয়ের কাছে সব সময়ই প্রাধান্য পায়। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ যাতে অত্যাধুনিক প্রযুক্তি এবং ব্যতিক্রমী উদ্ভাবনী উপভোগ করতে পারেন, টিভি রেঞ্জের মূল্যহ্রাসের মাধ্যমে প্রতিষ্ঠানটি তা এখন নিশ্চিত করছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মার্চ ১৯, ২০২২ 6:21 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে

এবার মিউজিক ভিডিওতে তোরসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহ আবদুল করিম এবং হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের…

% দিন আগে

বাংলাদেশের উন্নতি দেখে আমরা লজ্জা পাই- পাকিস্তানের প্রধানমন্ত্রী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে নিজেদের দিকে তাকালে ‘লজ্জা’ পান বলে…

% দিন আগে