দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর গেমস, এক্সআর এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটি তত্ত্বাবধায়নে ‘স্টেট অব গেমিং অ্যান্ড মেটাভার্স ইন্ডাস্ট্রি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৮ মার্চ) বিকেলে বেসিস অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে এই খাতে বিশেষজ্ঞরা গেমস, এক্সটেন্ডেড রিয়েলিটি (এক্সআর) এবং নন-ফাঞ্জিবল টোকেন (এনএফটি) সম্পর্কিত তাদের জ্ঞান, সাফল্যের গল্প এবং কেস স্টাডি শ্রোতা-দের সাথে তুলে ধরেন।
ডিবাগ বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সানজার আদনান আলম উক্ত সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও, উল্কা গেমস এবং থান্ডার গেমস তাদের সাফল্যের পিছনের গল্প তুলে ধরেন। অ্যাঙ্গুলার ই-স্পোর্টস লিমিটেড গেমসের উপর তাদের কেস স্টাডি উপস্থাপন করেন বেসিসের পরিচালক জনাব তানভীর হোসেন এবং ড্রিমার্জ ল্যাব লিমিটেড এক্সআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এর উপর কেস স্টাডি উপস্থাপন করেন এবং বিডিটাস্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব শামছ মোহাম্মদ তারেক এনএফটি-এর উপর কেস স্টাডি উপস্থাপন করেন।
সেমিনারটি সকলের জন্যই উন্মুক্ত ছিল। সেমিনারে উক্ত স্থায়ী কমিটির সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য বেসিস সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথীগণ সহশরীরে উপস্থিত ছিলেন এবং অনেকেই অনলাইনেও যুক্ত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্ববাজার এবং বাংলাদেশে গেমিং-এক্সআর ক্ষেত্রের বর্তমান অগ্রগতি সম্পর্কে তুলে ধরা হয়। যারা গেইমস ডেভেলপমেন্ট, এক্সআর এবং এনএফটি -এ তাদের ক্যারিয়ার প্রতিষ্ঠা করতে আগ্রহী তাদের জন্যে এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন গেমস, এক্সআর এর চেয়ারম্যান এবং এনএফটি বিষয়ক স্থায়ী কমিটির এরশাদুল হক। তিনি আরও বলেন, কমিটি এ বছর আরও বৃহত্তর পরিসরে আরও অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করছে।
উক্ত সেমিনার পরিচালনা এবং উপদেষ্টা স্থায়ী কমিটির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এ. আর কমিউনিকেশনস্ এর সিইও জনাব এম আসিফ রহমান। বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য-সচিব হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৌফিক এলাহী প্লাবন। খবর প্রেস বিজ্ঞপ্তির।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on মার্চ ২৯, ২০২২ 12:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…