দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ করোনার কারণে অনলাইন মাধ্যমগুলোর জনপ্রিয়তা বেশ বেড়েছে। আর সিনেমার ক্ষেত্রে ওটিটি নিয়ে মেতে আছেন দর্শকরা। এবার সেই ওটিটিতে অভিষেক হচ্ছে চিত্রনায়িকা দীঘির।
সুমন ধর পরিচালিত ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্ম এ অভিষেক ঘটতে যাচ্ছে এই অভিনেত্রীর।
‘শেষ চিঠি’র কাহিনী ঠিক এমন: তুলি ভালোবেসে ঘর বাঁধেন শ্যামলের সঙ্গে। তবে শ্যামলের মা তুলিকে ছেলের বউ হিসেবে কখনও মেনে নেয়নি। এই টানাপোড়ন চলতে থাকে তুলি-শ্যামলের সংসার জীবনে। তবে এক সময় দাম্ভিক মা জিতে গিয়েও যেনো হেরে যায়! এমন গল্পেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’।
সেখানে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে অভিনেতা ইয়াশ রোহান এবং প্রার্থনা ফারদিন দীঘিকে। ইয়াশ এবং দীঘির ছাড়াও এতে আরও দেখা যাবে সাবেরী আলম, হিন্দোল রায়, মিলি মুন্সীসহ অনেককেই।
এই বিষয়ে দীঘি বলেন, ‘এই মুহূর্তে আমি চেষ্টা করছি বেছে বেছে ভালো কাজ করার জন্য। ‘শেষ চিঠি’ কাজটি তেমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে। গল্পটি আমার কাছেও খুব পছন্দের একটি গল্প। এই কাজটি দিয়ে ওয়েবে আমার অভিষেক হচ্ছে। আমার বিশ্বাস, দর্শকরাও ভালোবাসা দিয়ে গ্রহণ করবেন।’
এই বিষয়ে অভিনেতা ইয়াশ বলেন, ‘চরকির সঙ্গে এই পর্যন্ত আমি দুটি কাজ করেছি। প্রতিটির গল্প এবং আমার চরিত্র একেবারে ভিন্ন ছিল। শেষ চিঠি-তেও এর ব্যতিক্রম ঘটেনি। এখানে আমার যে চরিত্রটা দেখানো হয়েছে এখানেও একদম ভিন্ন ইয়াশকে দেখবেন দর্শকরা।’
আজ (বৃহস্পতিবার) রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মটি।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুন ১, ২০২২ 2:09 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সজনে ডাঁটায় রয়েছে অনেক গুণ। এই সজনে ডাটায় যে যে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অব্যবহৃত এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্টের ইউজার নেম বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাবে জাকিয়া বারী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখের সেই বিখ্যাত গান ‘এসো হে বৈশাখ এসো এসো....মুছে যাক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের মধ্যে অনেকেই হয়তো জানেনই না যে, নখের চেহারা দেখে…