আমাজনের গহিন অরণ্যে এক ফুটন্ত নদী!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাজনে এক রহস্যময় নদীর খোঁজ মিলেছে। যে নদীর পানি রীতিমতো টগবগ করে ফুটছে। সেখানে পানির গড় তাপমাত্রা রয়েছে ৮৬ ডিগ্রি সেলসিয়াস।

এই নদীর পানিতে জীবন্ত প্রাণী পড়লে পুড়ে মারা যায়। রহস্যময় এই নদীর খোঁজ পেয়েছেন আন্দ্রেজ রুজো। ২০১৪ সালে টেডএক্স-এর এক বক্তব্যে এই নদী নিয়ে তার অভিজ্ঞতার কথা এবং গবেষণালব্ধ প্রায় সমস্ত তথ্য তুলে ধরা হয়। আন্দ্রেজ রুজো হলেন পেরুর একজন ভূবিজ্ঞানী। তিনি বলেছেন, ‘আমাজনে কোনো রকম আগ্নেয়গিরি নেই। আবার পেরুর বেশির ভাগ অংশেও নেই। যে স্থানটিতে এই ফুটন্ত নদী রয়েছে তা নিকটতম আগ্নেয়গিরির কেন্দ্র হতে অন্তত ৭০০ কিলোমিটার দূরে।

তিনি বলেছেন, আমি রূপকথার গল্পে থাকা আমাজনের সেই উষ্ণ-প্রস্রবণ দেখতে পেয়েছি। আমি দূর থেকে নদীটির মৃদু তরঙ্গও শুনতে পেয়েছিলাম। যা কাছে আসার সঙ্গে সঙ্গেই ক্রমশ জোরালো হচ্ছিল। অনেকটা সমুদ্রের ঢেউয়ের ক্রমাগত আছড়ে পড়ার শব্দের মতোই শোনাচ্ছিল। তারপর যতো কাছে গিয়েছি গাছের মধ্য দিয়ে ততো ধোঁয়া এবং বাষ্প উঠে আসতে দেখেছি। অত:পর আমি এই ফুটন্ত নদীও দেখতে পেলাম। আমি সঙ্গে সঙ্গে পানিতে থার্মোমিটার ধরলাম ও যার গড় তাপমাত্রা ছিল ৮৬ ডিগ্রি সেলসিয়াস কিংবা ১৮৬ ডিগ্রি ফারেনহাইট। নদীটি প্রচণ্ড গরম ছিল ও দ্রুত প্রবাহিত হচ্ছিল।’

এই নদীকে অনুসরণ করার পর আন্দ্রেজ রুজো কিছুদূর পর্যন্ত বারবার এগিয়ে গিয়ে আবারও পিছিয়ে আসছিলেন। তার উদ্দেশ্য ছিল, স্ববিস্তারে অভিজ্ঞতা নেওয়া। এই নদীতে তিনি একটা অদ্ভুত বিষয়ও লক্ষ্য করেন। আর তা হলো, নদীর পবিত্র স্থান শামানের আখড়া থেকে ঠাণ্ডা স্রোতের প্রবাহ রয়েছে।

আন্দ্রেজ রুজো আরও বলেছেন, ‘আমি কোনোভাবেই এখানকার প্রথম বহিরাগত ছিলাম না। এটা শামানদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশও। তারা এই নদীর পানি পান করেন। এর বাষ্প গ্রহণ করেন। রান্নার কাজেও ব্যবহার করেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও সারেন। এমনকি নদীর পানি দিয়ে ওষুধও তৈরি করেন।’

আন্দ্রেজ রুজো আরও বলেছেন, ‘আমি নদীর ধারের তাপমাত্রাও মাপ করেছি। সেখানে এর ফলাফল ছিল অবাক করার মতোই। শুরুতে নদী ঠাণ্ডা হতে শুরু করছে- তারপরে উত্তপ্ত হয়ে আবারও ঠাণ্ডা হচ্ছে। আবার উত্তপ্ত হয়ে আবারও ঠাণ্ডা হচ্ছে, আবার উত্তপ্ত হচ্ছে। যতোক্ষণ না ঠাণ্ডা পানি নদীতে গিয়ে মিশছে।’

আন্দ্রেজ রুজো এই নদীতে বিভিন্ন প্রাণীকে মরে পড়ে থাকতে দেখেন। এটাও তাকে অবাক করেছে। প্রাণীগুলো যখন নদীর পানিতে পড়ে যায়, প্রথমেই প্রচণ্ড উত্তপ্ত পানিতে ওই প্রাণীর চোখ ক্ষতিগ্রস্ত হয়। প্রাণীর চোখ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরও এরা সাঁতরে পার হওয়ার চেষ্টা করতেই থাকে, তবে ধীরে ধীরে এদের পেশি এবং হাড় সেদ্ধ হতে শুরু করে। উত্তপ্ত পানি প্রাণীর মুখে গিয়ে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে পৌঁছে যায় একসময়, এরপর এগুলো শক্তি হারাতে থাকে প্রাণীগুলো। তারপর তারা মারা যায়।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জুলাই ৩, ২০২২ 10:57 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতকালীন ঝড়ে গাজায় চরম মানবিক বিপর্যয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…

% দিন আগে

হঠাৎ ধরা পড়লো তাসমানিয়ার সৈকতে ওপারফিস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…

% দিন আগে

গাছিদের রস সংগ্রহের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…

% দিন আগে

আপনি কেনো খাবেন ছোট মাছ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…

% দিন আগে

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা…

% দিন আগে

গণিতের “শূন্য’ কেনো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণিতের বিশাল জগতে কোন সংখ্যাটি আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে?…

% দিন আগে