অ্যাঞ্জেলিনা জোলি পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হলিউড তারকা ও মানবাধিকারকর্মী অ্যাঞ্জেলিনা জোলি বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পাকিস্তান সফরে গেছেন। গত মঙ্গলবার দেশটিতে পৌঁছে বন্যাকবলিত দেশটির সিন্ধু প্রদেশের দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাঞ্জেলিনা জোলি সরেজমিনে দুর্গত মানুষের দুর্ভোগ এবং ক্ষয়ক্ষতির চিত্র অবলোকন করেন ও মানুষের প্রত্যাশা এবং চলমান দুর্ভোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে তাদের সঙ্গে কথাও বলেন। তার আগে হেলিকপ্টারযোগে সিন্ধু প্রদেশের দাদু এলাকার জমজমা তেলক্ষেত্রে পৌঁছান অ্যাঞ্জেলিনা জোলি। সেখান থেকে তিনি নৌকাযোগে জোহি এবং সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করেছেন।

ইতিপূর্বেও ২০০৫ এবং ২০১০ সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে পাকিস্তান সফর করেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে এবার ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির জরুরি অপারেশনের অংশ হিসেবে এই সফরে যান তিনি। হলিউডের এই তারকা অভিনেত্রী পাকিস্তানের জনগণের জন্য প্রয়োজনীয় জরুরি সহায়তার বিষয়টিও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন ও এর কারণে উদ্ভূত দুর্যোগে মানুষের বাস্তুচ্যুত হওয়ার মতো বিষয়গুলোর দীর্ঘমেয়াদি সমাধানের গুরুত্বের ওপর জোর দেওয়ার কথাও বলেন তিনি।

Related Post

আইআরসি বলছে যে, জোলির সফর জলবায়ুসংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে কাজ করা ও জরুরি সহায়তা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্বুদ্ধ করা।

গত ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পরে স্মরণকালের ভয়াবহ এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণে দেশটির পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। পাকিস্তান সরকার বলছে যে, এবারের প্রলয়ংকরী বন্যায় দেশটির আনুমানিক ৩০ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এবার বন্যার এমন ভয়ংকর রূপ প্রত্যক্ষ করতে হয়েছে বলে মনে করে পাকিস্তান এবং জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি কিছু করতে হবে। তিনি বলেন, আজ এটি পাকিস্তানে- আগামীকাল আপনি যেখানেই থাকুন না কেনো, এটি আপনার নিজ দেশেও হতে পারে। এটি আসলে একটি বৈশ্বিক সংকট। এর জন্য একটি বৈশ্বিক প্রতিক্রিয়ারও প্রয়োজন।

উল্লেখ্য, গত জুন মাস থেকে অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যার কবলে পড়ে পাকিস্তান। পানির নিচে তলিয়ে যায় দেশটির এক-তৃতীয়াংশ অংশ। উদ্ভূত পরিস্থিতিতে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন। দেশটির সরকার বলছে যে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় ৩ কোটি ৩০ লাখ মানুষ। বন্যায় পাকিস্তানের একাংশকে দেখে ‘সমুদ্রের মতো’ মনে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তাঁর ভাষায়, বন্যায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। যতো দূর চোখ যাবে, শুধুই পানি আর পানি। দেখে মনে হচ্ছে পুরোটাই যেনো একটা সমুদ্র।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on সেপ্টেম্বর ২২, ২০২২ 11:03 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘ইনস্টাগ্রামে খারাপ মন্তব্য কেনো করলি’? পুলিশের সামনেই রাস্তায় চুলোচুলি চার তরুণীর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ভিডিওতে দেখা গেছে, মারপিট করতে করতে রাস্তায় পড়ে গিয়ে…

% দিন আগে

হাতি ও শ্রীলংকা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ মে ২০২৪ খৃস্টাব্দ, ২৫ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

খাওয়া শেষ ৫ মিনিটেই! দ্রুত গতিতে খেলে কী কী ক্ষতি হতে পারে শরীরের?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই খেতে বসলে মিনিট পাঁচেকের মধ্যেই খাওয়া শেষ হয়ে যায়।…

% দিন আগে

‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের অধীনে বরগুনার ১৮৫ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরগুনার আরডিএফ মিলনায়তনে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়ক সহায়তা উদ্যোগের…

% দিন আগে

আইফোনের ব্যাটারি হেলথ পরীক্ষা করার নিয়ম জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের আইফোনের ব্যাটারি হেলথ নিয়ে যদি কৌতূহলী হয়ে থাকেন কিংবা…

% দিন আগে

তারিন অভিনীত ‘এটা আমাদের গল্প’ টালিউডে বেশ আলোচিত একটি সিনেমা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান এবার দেশের গণ্ডি পেরিয়ে কোলকাতার…

% দিন আগে