Categories: সাধারণ

পুলিশ দম্পতি হত্যাকাণ্ড ॥ স্বজনের দেখা পেলো ঐশী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ অবশেষে পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের মূল আসামী তাদেরই কন্যা ঐশী স্বজনদের দেখা পেলেন। অনেকদিন ধরেই জেল খানায় কেও তার সঙ্গে দেখা করেনি।

ঐশীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার চাচা মশিউর রহমান রুবেল। ঐশী তার কাছে ছোট ভাইয়ের খোঁজ নিল। ছোট ভাইকে দেখার ইচ্ছার কথাও বলেছে ঐশী। খালুর সঙ্গে একান্তে কিছু কথা বলার ইচ্ছাও প্রকাশ করে সে। বাবা-মাকে হত্যা এবং পরবর্তীতে থানায় আত্মসমর্পণ, পুলিশ রিমান্ড, কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা ও সর্বশেষ কারাগারে অবস্থানের সময় এই প্রথম পরিবার বা আত্মীয়-স্বজনের কেওই ঐশীর সঙ্গে দেখা করতে এলেন। জানা গেছে, চাচা ঐশীকে আইনগত সহায়তার আশ্বাস দিয়েছেন।

গতকাল বুধবার দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে গিয়ে চাচা রুবেল ঐশীর সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন। ঐশীর হাত খরচের জন্য দিয়েছেন দেড় হাজার টাকা। এতে ঐশী আবেগতাড়িত হয়ে পড়েন। নিজের ভুলের জন্য চাচার কাছে ক্ষমা প্রার্থনা করে ঐশী। এ সময় চাচা রুবেলও আবেগতাড়িত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে ঐশীকে বলেন, তুমি কেন এমন পাপের কাজ করলে তোমার সমস্যা আমাদের কাছে কেন প্রকাশ করনি। এসময় ঐশী অঝোরে কাঁদতে থাকলে পরক্ষণেই তিনি সান্ত্বনা দিয়ে বলেন, তুমি ছোট মানুষ, ভুল করেছো। আর কোন অন্যায়ের আশ্রয় নিয়ো না। আমরা সবাই তোমার পাশে আছি। কখনও তোমাকে ছেড়ে যাব না।

কাশিমপুর কারাগারের একটি সূত্র বলেছে, চাচা-ভাতিজির মধ্যে প্রায় ১০ মিনিটের কথা হয়েছে। এ সময় তারা উভয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে ঐশী তার খালু ও ছোট ভাইকে দেখার আগ্রহ প্রকাশ করে। তাদের সঙ্গে কথাও বলতে চেয়েছে। তার মনোবেদনা ও গোপন কথা প্রকাশ করার জন্য খালু ও ছোট ভাইকে কারাগারে যাওয়ার জন্য ঐশী চাচার কাছে বার বার অনুরোধ করেছে বলে জানা গেছে।

This post was last modified on সেপ্টেম্বর ৫, ২০১৩ 10:06 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে