Categories: সাধারণ

পুলিশ দম্পতি হত্যাকাণ্ড ॥ ভয় দেখিয়ে জবানবন্দি আদায়ের অভিযোগ করেছে ঐশী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ভয় দেখিয়ে জবানবন্দি আদায়ের অভিযোগ করেছে পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমান হত্যাকাণ্ডের মূল আসামী তাদের কন্যা ঐশী।

ঐশী গতকাল আদালতে অভিযোগ করেছেন, পুলিশ কর্মকর্তারা তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছেন। তাই সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন ঐশী। আদালত তার আবেদন নথিভুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। আদালত ঐশী ও তাদের গৃহকর্মী সুমীর জামিন আবেদনও নাকচ করে দিয়েছেন।

আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যব বলেছে, গতকাল বেলা পৌনে ১২টায় ঐশীকে আদালতের কাঠগড়ায় উঠানোর পর তার আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস ও মাহবুবুর রহমান রানা তাকে স্বীকারোক্তি প্রত্যাহার করতে হবে বলে জানান। আইনজীবীদের সঙ্গে ঐশীর কথোপকথনে বোঝা গেছে ঐশী তার দেয়া স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনের ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না। আইনজীবীরা ঐশীকে স্বীকারোক্তি প্রত্যাহার করলে তার জন্য ভাল জানালে তিনি রাজী হন। আইনজীবীরা তাকে বলে দেন, বিচারক জিজ্ঞাসা করলে বলতে হবে, তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে করে ভয় দেখিয়ে স্বীকারোক্তি করানো হয়েছে। এরপর জামিন আবেদনের শুনানি হয়।

আদালতের শুনানিতে আইনজীবীরা দাবি করেন, ঐশী তার মা-বাবাকে হত্যা করেননি, অন্য কেও হত্যা করেছে। তার কাছ থেকে জোর করে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তাই তাকে জামিন দেয়া হোক। ওই সময় আইনজীবীরা ঐশীর স্বীকারোক্তি প্রত্যাহারের ব্যাপারে আদালতের সঙ্গে কথা বলতে চান বলে জানান। কিন্তু বিচারক ঐশীকে কথা বলতে সুযোগ না দিয়ে আইনজীবীদের লিখে আনা স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদনে স্বাক্ষর করাতে অনুমতি দেন। এরপর ঐশী কাঠগড়ায় দাঁড়িয়ে ওই আবেদনে স্বাক্ষর করেন।

ঐশীর শুনানি শেষ হওয়ার পর সুমিকে ম্যাজিস্ট্রেট আনোয়ার ছাদাতের আদালতে নেয়া হয়। সুমি কিশোরী হওয়ায় শিশু আইন অনুযায়ী বিচারক তাকে ও তার আইনজীবীকে খাস কামরায় ডেকে নেন। খাস কামরায় ১০ মিনিটের শুনানি শেষে সুমীর আইনজীবী সৈয়দ নাজমুল হুদা জানান, জামিন না-মঞ্জুর করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ১৬ আগস্ট লাশ উদ্ধার করে পুলিশ। এর পরদিন ঐশী নিজে থানায় আত্মসমর্পণ করেন। এরপর ঐশীসহ ৩ জনকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৪ আগস্ট ঐশী মহানগর হাকিম আনোয়ার সাদাতের খাস কামরায় ওই স্বীকারোক্তীমূলক জবানবন্দি দেন।

Related Post

স্টাফ রিপোর্টার

Recent Posts

বিস্ময়কর এক রোবট অ্যাটলাসের গল্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চেয়ে ভালোভাবে তো একটি রোবট শরীরকে কখনই নিয়ন্ত্রণ করতে…

% দিন আগে

প্রথম পারিশ্রমিক ছিলো ৫০ রুপি: বর্তমানে প্রতি ছবিতে নেন ২০ কোটি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেতা যশ। যিনি সবার…

% দিন আগে

গাজার যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছে না ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি করতে…

% দিন আগে

ভারতে গাধার দুধ বিক্রি হচ্ছে সাড়ে ৬ হাজার টাকা লিটার!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের সমাজে গাধা নামক প্রাণীটি কঠোর পরিশ্রমের রূপক হিসেবে প্রচলিত।…

% দিন আগে

চট্টগ্রামের একটি নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ২২ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সঠিক নিয়ম মানলে আম খেয়ে পেটের কোনো সমস্যা হবে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিমাণে একটু বেশি আম খেলেই গ্যাসের মতো সমস্যা হয় অনেকের।…

% দিন আগে