দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্রুতগতির বাইক চালানো, চোখ ধাঁধানো অ্যাকশন, ভিন্নধর্মী নাচ – গান সব মিলিয়ে বলিউড ধুমধারাকা প্যাকেজ ‘ধুম’ সিরিজের তৃতীয় মুভির ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে সম্প্রতি। মুক্তির পরপরই মুভিপ্রেমীদের মধ্যে সাড়া পড়ে গেছে এবং এখন পর্যন্ত ইউটিউব ভিডিওটি তিরিশ লাখের বেশিবার দেখা হয়েছে।
ট্রেলারে দেখা যাচ্ছে, বলিউড সুপারস্টার আমির খান বাইক নিয়ে ছুটছেন আর তাকে পিস্তল হাতে হেলিকপ্টারে তাড়া করছেন আরেক স্টার অভিষেক বচ্চন। উদয় চোপড়াকেও বাইক রাইডিং করতে দেখা গিয়েছে।
পারফেকসনিস্ট আমির খানকে অন্ধকার জগতের মানুষ হিসাবেই উপস্থাপন করা হয়েছে মুভিতে এবং ভিডিওতে দেখা গিয়েছে দুর্দান্ত এবং আকর্ষণীয় লুকে – যা যে কোন মুভি দর্শককে চমকে দিতে বাধ্য। তার মুখে শোনা গেলো দারুন একটি ডায়লগ- “ বান্দে হ্যায় হাম উসকে, হামপে কিসকা জোর..”| ভিলেন আমির খানের বিপদজনক বাইক রাইডিং ও পুলিশ অভিষেক বচ্চনের ইঁদুর দৌড় সবমিলিয়ে আলোড়িত করছে ইউটিউব দর্শকদের এবং সেটার প্রমাণ ট্রেলারের তিরিশ লাখের অধিক হিট। সাদা-কালো পোশাকে আবেদনময়ী ভঙ্গীমায় উপস্থিত ক্যাটরিনা কাইফও এবং সাথে তার মনভুলানো হাসি।
উল্লেখ্য, বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত ‘ধুম থ্রি’ থিয়েটারে মুক্তি পাবে ২০ ডিসেম্বর। দর্শকদের ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক, তাই আমির খানকে দেখা যাবে ব্যতিক্রমী নাচের দৃশ্যে অভিনয় করতে যেরকম পূর্বের কোন মুভিতে দেখা যায়নি। মুভিটির অফিসিয়াল প্রোমো রিলিজ পাবে অক্টোবরের মাঝামাঝি। অ্যাকশন, গ্ল্যামারের ঝলক নিয়ে ‘ধুম থ্রি’ বলিউড কাঁপাবে সেই ব্যাপারে নিশ্চিত মুভি দর্শক এবং সিনেমাবোদ্ধারাও, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।
ট্রেলার ভিডিওটি দেখুনঃ
তথ্যসূত্রঃ এনডিটিভি
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা একাধিক নিরাপত্তা ত্রুটির বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক…