দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নেটমাধ্যমে নিজেদের আবেগ, পছন্দ-অপছন্দের কথা প্রায়ই ভাগ করে থাকি আমরা। যে পোস্টটি নিয়ে আজকের এই খবর, সেটিও তেমনই এক অনুভূতির কথা নেটে প্রকাশ।
মানুষের জীবনে কতোকিছুই তো প্রথম বার হয়। এটিও তেমন এক প্রথম বারের গল্প। প্রথম যে কোনও অভিজ্ঞতার মধ্যে যেমন রোমাঞ্চ থাকে, এই ক্ষেত্রেও তা আছে। সেই নির্মল আবেগই ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।
এক যুবক তার সেই বিশেষ অনুভূতিকে ভাগ করে নিয়েছেন তার নেট মাধ্যমে, কোনওরকম লজ্জা না করেই।
টুইটারে একটি পোস্টে তিনি লিখেছেন যে, তার এই ২৭ বছরের জীবনে এই প্রথমবার তার এমন অভিজ্ঞতা হলো এবং শেষমেশ ব্যাপারটি করে ফেলে বেশ ভালোই লাগছে।
টুইটারের ওই পোস্টে একটি ছবিও পোস্ট করেছেন ওই যুবক। ছবিটি একটি টিকিটের ছবি। সেটি বিমানের টিকিট। তিনি বিবরণে লিখেছেন, ‘‘এই প্রথম বার আমি বিমানে চড়েই আকাশে উড়ছি, আমার দারুন ভালো লাগছে। ২৭ বছরের জীবনে এই প্রথম এমন অভিজ্ঞতা হলো।’’
টুইটটি দিন তিনেক পূর্বে পোস্ট হয়েছিল। তারপর থেকে প্রায় ১৯ লক্ষ টুইটার ব্যবহারকারী দেখে ফেলেছেন পোস্টটি। পছন্দও করেছেন লক্ষাধিক উপরে।
আর পোস্টটির নীচে ভরে গিয়েছে মন্তব্যে। সেখানে সবাই ওই যুবককে তার জীবনের প্রথম অভিজ্ঞতার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। কেও আবার লিখেছেন, ‘‘সবকিছুরই প্রথম রয়েছে। আশা করি এই যাত্রার শেষে তোমার জীবনে আরও সুখ এবং সমৃদ্ধি আসবে।’’ কেও আবার লিখেছেন যে, ‘‘আমি আপনাকে চিনিই না, তবু আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগছে। এই মুহূর্তটাকে উপভোগ করুন ভাই।’’ যুবকের পোস্টের নীচে নস্টালজিক হয়ে নিজেদের প্রথম বিমানে ওঠার অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেক নেটিজেন।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on ফেব্রুয়ারী ১০, ২০২৩ 9:50 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো দিন গড়াচ্ছে ততোই প্রযুক্তির উৎকর্ষ আমাদের দৈনন্দিত জীবনকে এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসছে ঈদ উপলক্ষ্যে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জঙ্গলের ভিতর ফাঁকা জায়গাতে ঘুরে বেড়াচ্ছিল একটি ষাঁড়। দূর হতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২২ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৮ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তৃষ্ণা নিবারণের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে এই সময়ের তাজা রসালো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক নামেই যাকে সবাই চেনেন তিনি হচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী…