Categories: বিনোদন

ঈদের পর বাংলাদেশে আসছে ‘পাঠান’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এ বছরের ১০টি ছবির মধ্যে বাংলাদেশে প্রথমেই আসবে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। তারপর আসবে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’।

বাংলাদেশের আমদানিকারক নির্মাতা অনন্য মামুন জানিয়েছেন, আগামী দুই ঈদের মাঝের সময়টিতে এই দুই সিনেমা মুক্তি দেওয়া হবে।

আমদানির ক্ষেত্রে শর্তই হলো, বাংলাদেশের বৈধ চলচ্চিত্র প্রযোজক, পরিবেশকগণ উপমহাদেশীয় ভাষায় নির্মিত যে কোনো চলচ্চিত্র আমদানি করার সুযোগ পাবেন। পরীক্ষামূলকভাবে বাংলা সাবটাইটেলসহ দুই বছরের জন্য রপ্তানির বিপরীতে আমদানি করার সুযোগ থাকবে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্রগুলো। শর্তসাপেক্ষে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র (হিন্দি এবং অন্যান্য) দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমোদনও দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

Related Post

যে কারণে ‘পাঠান’সহ অন্যান্য হিন্দি ছবি নিয়ে গত কয়েক মাসে যে জটিলতা চলছিল তার অবসান হয়েছে। তবে শর্তই হলো, প্রথম বছরে ১০টি উপমহাদেশীয় সিনেমা দেশে আনতে হলে সমান সংখ্যক বাংলাদেশি সিনেমা রপ্তানিও করতে হবে। হলে দেখানোর পূর্বে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেতে হবে। এছাড়াও আরও কিছু শর্ত রাখা হয়েছে সিনেমা আমদানীর ক্ষেত্রে। এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।

সেখানে উল্লেখ করা হয় যে, উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি সংক্রান্ত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ে মতামত চাওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের ভিত্তিতেই বিদ্যমান আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর ২৫ (৩৬) (গ) উপ-অনুচ্ছেদের শর্ত প্রতিপালনপূর্বক বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সাফটাভুক্ত দেশ থেকে উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানি করার জন্য নিম্নোক্ত শর্তসাপেক্ষে পরীক্ষামূলকভাবে নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হয়েছে।

প্রথম বছর ১০টি বাংলাদেশি চলচ্চিত্র রপ্তানির বিপরীতে সমান সংখ্যক (অর্থাৎ ১০টি) চলচ্চিত্র আমদানি করতে পারবে। আমদানিকৃত উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র প্রদর্শনের পূর্বে অবশ্যই বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ছাড়পত্র গ্রহণ করতে হবে। এই আদেশবলে আমদানি করা চলচ্চিত্র বাংলাদেশে ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং দুর্গাপূজার সপ্তাহে প্রদর্শন করা যাবে না।

হিন্দি সিনেমা হলে দেখানোর জন্য নতুন করে দাবি ওঠে ২৫ জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা মুক্তির পরই। সেই সময় হল (প্রেক্ষাগৃহ) মালিকরা চাইছিলেন ফেব্রুয়ারির শুরুতে এটি প্রদর্শন করার। তারপর প্রদর্শক সমিতি প্রেক্ষাগৃহগুলোতে আবার ভারতীয় চলচ্চিত্র দেখানোর তোড়জোড় শুরু করে দেন। তারপর এতে যুক্ত হয় বাংলাদেশ পরিচালক, প্রযোজক এবং শিল্পী সমিতি। তাদের ১৯ সংগঠনের মোর্চা নেতৃবৃন্দ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ১৬, ২০২৩ 10:02 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

জোভান-তিশার নতুন নাটক ‘কাপল অব দ্য ক্যাম্পাস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান প্রজন্মের তারকা ফারহান আহমেদ জোভান এবং তানজিন তিশা জুটি…

% দিন আগে

তুরস্কে এক হাজারের বেশি হামাস যোদ্ধা চিকিৎসা গ্রহণ করছে: এরদোয়ান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন যে, ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী…

% দিন আগে

এই ছবিতে লুকিয়ে আছে খরগোশ: আপনি কী সেটি খুঁজে বের করতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে ছবিটি আপনারা দেখছেন সেটি একটি জঙ্গলের রাস্তার। সেই রাস্তায়…

% দিন আগে

এক অসাধারণ দৃশ্য: যেনো শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ১ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

রক্তে শর্করা বেড়ে গেলে পাকা আম খাবেন কীভাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি পাকা আম খেলে রক্ষে শর্করার মাত্রা বেড়ে যায়।…

% দিন আগে

আপনার স্মার্টফোন আগুনের মতো গরম হচ্ছে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই গ্রীষ্মে শুধুমাত্র শরীরই নয়, গরম হচ্ছে আমাদের স্মার্টফোনটিও। ফোন…

% দিন আগে