‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর পুরস্কার প্রদান করলো বেসিস

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী অক্টোবর হতে জাতীয়ভাবে প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতের সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করতে চায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়ার ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর পুরস্কার প্রদান করলো বেসিস 1‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ এর পুরস্কার প্রদান করলো বেসিস 1

শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে ইফতার এবং মতবিনিময় সভায় এই ঘোষণা দেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ। ওই অনুষ্ঠানে, সাংবাদিকদের পেশাগত কাজের অনুপ্রেরণা স্বরূপ বেসিসের উদ্যোগে ‘বেসিস সফটএক্সপো ২০২৩ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ -এর পুরস্কারও প্রদান করা হয়। ৩টি ক্যাটাগরিতে মোট ৯ জন প্রতিবেদককে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

শতাধিক গণমাধ্যম কর্মী এবং অতিথিদের অংশগ্রহণে এই অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তিন ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন – অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান বাংলা ট্রিবিউনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিটলার এ হালিম, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ডিজিবাংলাটেক.নিউজ -এর নির্বাহী সম্পাদক ইমদাদুল হক এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রথম আলো’র প্রতিবেদক বাদল খান।

Related Post

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন চ্যানেল ২৪ -এর স্টাফ রিপোর্টার মোরসালিন জুনায়েদ, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন সময় টিভি’র স্টাফ রিপোর্টার শুভ খান ও তৃতীয় পুরস্কার পেয়েছেন এখন টিভি’র প্রযোজক এইচএম সুজা।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন দ্য ডেইলি স্টার -এর মাহমুদুল হাসান, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক সংবাদ -এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ কাউছার উদ্দিন পেয়েছেন তৃতীয় পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলো’র প্রতিবেদক রাহিতুল ইসলাম।

অনুষ্ঠানে, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও বলেন, “দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। বেসিস চায়, সাংবাদিকদের সেই মহান পেশাগত দায়িত্বকে আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও কিছুটা হলেও অনুপ্রেরণা দেওয়ার জন্র। এরই অংশ হিসেবে এবার প্রথমবারের মতো ‘বেসিস সফটএক্সপো বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডস’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও, আগামী অক্টোবর থেকে জাতীয়ভাবে প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতের সেরা প্রতিবেদনকে পুরস্কৃত করতে চাই আমরা।”

সেজন্য তথ্যপ্রযুক্তি খাতের দুই সংগঠন বিআইজেএফ ও টিএমজিবি’র সভাপতি নাজনিন নাহার এবং মোঃ কাওছার উদ্দিনকে আগামী জুনের মধ্যে একটি কমিটি গঠন করে উক্ত কমিটির মাধ্যমে একটি নীতিমালা তৈরির আহ্বানও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে বিআইজেএফ এবং টিএমজিবি সভাপতি দু’জনেই বেসিস -এর এই উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের নিয়ে স্বতন্ত্রভাবে বৈঠকের রীতির প্রচলনে বেসিস সভাপতি এবং কার্যনির্বাহী কমিটির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত গণমাধ্যমকর্মীদের মধ্যে ঈদের আগাম শুভেচ্ছা বিনিময় করেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ। অনুষ্ঠানে বেসিস সচিব হাশিম আহম্মদ, জ্যেষ্ঠ সম্পাদক এবং বিআইজেএফ সহ- সভাপতি ভূঁইয়া এনাম লেনিনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ১৭, ২০২৩ 12:15 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘ইরানে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যেও কী ইসরায়েল?’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইরানের বন্দর আব্বাসের শহিদ রাজি বন্দরে গত শনিবার (২৬ এপ্রিল)…

% দিন আগে

ওরাংওটাংয়ের চোখে এবার সানগ্লাস! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খাঁচার ভিতরে সবুজ ঘাসের উপর পড়েছিল একটি সানগ্লাস। কোনও পর্যটকের…

% দিন আগে

ঝরনা ধারা ও নদী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১৫ বৈশাখ ১৪৩২…

% দিন আগে

পেটের মেদ ঝরিয়ে ক্ষীণকটি হতে চাইছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেটের মেদ ঝরিয়ে ক্ষীণকটি হতে চাইছেন? তাহলে কী করবেন? সেই…

% দিন আগে

বাংলাদেশের প্রেক্ষাপটে সেইফগার্ডিং নিয়ে ব্রিটিশ কাউন্সিলের গোলটেবিল বৈঠক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উন্নয়নমূলক কর্মসূচিতে সেইফগার্ডিং কার্যক্রমের প্রতি অধিক গুরুত্ব প্রদানের লক্ষ্যে উন্নয়ন…

% দিন আগে

ঈদুল আজহায় বিশেষ অফার নিয়ে এলো স্যামসাং

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদুল আজহার সময়টাকে স্বাচ্ছন্দ্যময় করে তোলা ও ঘরের প্রয়োজনীয় অ্যাপ্লায়েন্স…

% দিন আগে