Categories: জাতীয়

কক্সবাজার থেকে ৫২৫ কি.মি. দূরে মোখা: সেন্টমার্টিন চলে যাবে পানির নিচে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সর্বশেষ সংবাদে জানা গেছে, কক্সবাজার থেকে ৫২৫ কি.মি. দূরে রয়েছে মোখা। ঘূর্ণিঝড় মোখার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ধারনা করা হচ্ছে, সেন্টমার্টিন চলে যাবে পানির নিচে।

ঘূর্ণিঝড় মোখা সরাসরি আঘাত হানবে সেন্টমার্টিন এবং মিয়ানমার উপকূলে এমনটিই জানিয়েছেন আবহাওয়াবিদরা। সেন্ট মার্টিন দ্বীপে ১৫ হতে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সংবাদ মাধ্যমকে জানান, সেন্টমার্টিন দ্বীপের বড় একটি অংশই সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। যারা সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়ে আছেন তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা না হলে প্রাণহানির সম্ভাবনাও থেকে যাচ্চে।

এই গবেষকের পর্যবেক্ষণ, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার পূর্বাভাস মডেলের নির্দেশনা অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা স্থলভাগের প্রথম যে স্থানটিতে আঘাত করবে সেটি হলো সেন্টমার্টিন দ্বীপ।

তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ১৫ হতে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এই জলোচ্ছ্বাসের কারণে দ্বীপের সম্পূর্ণটাই প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই দ্বীপে ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় আঘাত করার সম্ভাবনাও রয়েছে। এতে করে দ্বীপটির বড় অংশই ভেঙে যেতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক বিজ্ঞানী ড. আবদুল মান্নান বলেছেন যে, মোকার প্রভাবে সেন্টমার্টিন দ্বীপ পানির নিচে চলে যাবে, এটা প্রায় নিশ্চিত। তবে সেটি স্থায়ীভাবে নয়। ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাস হলে তো সেন্টমার্টিন দ্বীপ ভেসে থাকার কথাও নয়। শুধু জলোচ্ছ্বাসই নয়, আজ থেকে আগামীকাল পর্যন্ত সেন্টমার্টিনে ভরা জোয়ার রয়েছে। সব ঘূর্ণিঝড় অমাবস্যা অথবা পূর্ণিমাতেই আসে। অমাবস্যা এবং পূর্ণিমাতে জোয়ারের উচ্চতা সবচেয়ে বেশি থাকে।

তিনি আরও জানিয়েচেন, সেন্টমার্টিনে আজ (শনিবার) ভরা জোয়ার থাকবে ও আগামীকাল (রবিবার) কিছুটা কমবে। এবার সেন্টমার্টিনের জোয়ার পিক টাইমই ফলো করছে। অর্থাৎ মোখা উপকূলে আসার সঙ্গে সঙ্গেই জলোচ্ছ্বাস শুরু হয়ে যাবে। সাধারণত কোনো এলাকার ওপর দিয়ে ঘূর্ণিঝড় গেলে অন্তত ওইসব এলাকায় ৬ ঘণ্টা তাণ্ডব চলে। যে কারণে সব স্থাপনাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কারণ হলো, ওখানে বড় কোনো বাউন্ডারিও করা হয়নি। সে কারণে, সেন্ট মার্টিনের বড় ধরনের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কক্সবাজার থেকে ৫২৫ কি.মি. দূরে মোখা

সর্বশেষ সংবাদে জানা গেছে, কক্সবাজার সমুদ্রবন্দর হতে ৫২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোখা।

আজ শনিবার (১৩ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের ১৬ নম্বর বিশেষ বুলেটিনে এই তথ্যটি জানানো হয়।

এদিকে সরকার ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় সব রকম প্রস্তুনি গ্রহণ করেছে।

শনিবার সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৬ বোর্ডে রবিবার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি/সমমান পরীক্ষা-২০২৩ এর কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী রবিবার (১৪ মে) এবং সেমাবার (১৫ মে) অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডে ওই দিনের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on মে ১৩, ২০২৩ 11:33 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

খালি পেটে পাকা পেঁপে খাওয়া কী আদৌ শরীরের জন্য ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেঁপেতে উপস্থিত ‘পেপসিন’ ও ‘প্যাপাইন’ নামক উৎসেচকগুলো পরিপাকে বিশেষ সহায়ক।…

% দিন আগে

আইফোনের নতুন গেম ইমুলেটর ডেলটা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি নতুন ইমুলেটর অ্যাপ তৈরি হয়েছে।…

% দিন আগে

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে