দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এনটিটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। আজ রয়েছে ঈদ উল আজহা’র ২য় দিনের (৩০.০৬.২৩) অনুষ্ঠানসূচী।
ঈদ উল আজহা’র ২য় দিন (৩০.০৬.২৩)
০৮:০০ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০১। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব।
০৮:৩০ আড্ডা ও গেম শো: বাপ কা বেটা। উপস্থাপনা: নাবিলা। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: সোহেল আরমান, ইরেশ যাকের ও রজত কৃষ্ণেন্দু।
০৯:০০ একক নাটক: ফরগেট মাস্টার। রচনা: মেজবাহ উদ্দীন সুমন। পরিচালনা: জুবায়ের ইবনে বকর। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, পীরজাদা হারুন, শওকত আল মামুন প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: নবাব। পরিচালনা: জয়দীপ মূখার্জী ও আব্দুল আজিজ। অভিনয়ে: শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী, রজতাভ দত্ত, অমিত হাসান, সব্যসাচী চক্রবর্তী, খারাজ প্রমূখ।
০২:৩০ টেলিফিল্ম: বিবেক। রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে: ফজলুর রহমান বাবু, মাহিমা, আরশ খান প্রমূখ।
০৫:১০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা। শিল্পী: হৈমিন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য, প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র, দূর্জয় বড়–য়া প্রমূখ।
০৬:০৫ নৃত্যানুষ্ঠান: পাঁচ রঙে অপু। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। অংশগ্রহণে: অপু বিশ্বাস।
০৬:৪৫ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০২। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন, সামান্তা পারভেজ প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: লাস্ট নাইট। রচনা ও পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী প্রমূখ।
০৯:৩০ একক নাটক: প্যানিক হাজবেন্ড। রচনা: ফাহরিয়ান চৌধুরী তন্ময়। পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: মোশাররফ করিম, মীম চৌধুরী প্রমূখ।
১১:০৫ একক নাটক: লাভ মেডিসিন। রচনা: মানব মিত্র। পরিচালনা: মুরসালিন শুভ। অভিনয়ে: নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শহীদুল আলম সাচ্চু প্রমূখ।
১২:২০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: কাজী মোহাম্মদ মোস্তফা।
This post was last modified on জুন ২৮, ২০২৩ 12:47 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অত্যাধিক গরমে ডিহাইড্রেশন, হিটস্ট্রোক, বদহজমের মতো নানা সমস্যাও দেখা দেয়।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর পরিচালনা পর্ষদের এক সভা ২২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে “আর্ট এক্সচেঞ্জ: মুভিং ইমেজ” প্রকল্পের আওতায় কিউরেটর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারের রাজধানী দোহায় ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘এশিয়ান মেগা কনসার্ট’-এ উপস্থিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এশিয়ার তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আয়োজন ‘জাপান…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করে…