দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবছরের মতো এবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এনটিটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। আজ রয়েছে ঈদ উল আজহা’র ৫ম দিন (০২.০৭.২৩) অনুষ্ঠানসূচী।
ঈদ উল আজহা’র ৫ম দিন (০৩.০৭.২৩)
০৮:০০ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৪। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব।
০৮:৩০ একক সঙ্গীতানুষ্ঠান: কবিতা পড়ার প্রহর। প্রযোজনা: জাহাঙ্গীর চৌধুরী। শিল্পী: সামিনা চৌধুরী।
০৯:০০ একক নাটক: নবাবী প্রেম। রচনা: রিফাত আদনান পাপন। পরিচালনা: মো: তৌফিকুল ইসলাম। অভিনয়ে: তৌসিফ মাহবুব, তানজিন তিশা, শহীদুল আলম সাচ্চু, সমু চৌধুরী, মিলি বাশার প্রমূখ।
১০:০৫ বাংলা ছায়াছবি: কঠিন প্রেম। পরিচালনা: এম বি মানিক। অভিনয়ে: শাকিব খান, শাবনূর, প্রবীর মিত্র, সুব্রত, মিশ সওদাগর, রেবেকা প্রমূখ।
০২:৩০ টেলিফিল্ম: দুই জোনাকির গল্প। রচনা ও পরিচালনা: সেতু আরিফ। অভিনয়ে: সোহেল মন্ডল, সারিকা সাবা, কচি খন্দকার, শিল্পী সরকার অপু প্রমূখ।
০৫:১০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান। প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান। শিল্পী: হৈমিন্তী রক্ষিত দাশ, রাজিব, লায়লা, মিলন মাহমুদ, সাদিয়া লিজা, ঝিলিক, সাগর বাউল, শফি মন্ডল, নিশি শ্রাবনী, আশিক, আলাউদ্দীন, অনন্যা আচার্য্য, প্রমি, রাফাত শাহরিয়ার, দীপা, সানজিদা রিমি, শারমিন আক্তার, আয়েশা জেবিন দীপা, দীপ্র,
দূর্জয় বড়–য়া প্রমূখ।
০৬:০৫ নৃত্যানুষ্ঠান: নীল পাহাড়ের ধারে। প্রযোজনা: মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থাপনা: তানিয়া হোসেন। অংশগ্রহনে: আদিবাসী নৃত্যশিল্পীবৃন্দ।
০৬:৪৫ ধারাবাহিক নাটক: লিভিং লিজেন্ড। পর্ব ০৫। রচনা ও পরিচালনা: মাইদুল রাকিব। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, হাসান মাসুদ, শহীদুল আলম সাচ্চু, মনিরা আক্তার মিঠু, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু, ওয়ালিউল হক রুমি, মম মোর্শেদ, কাজী উজ্জ্বল, সেমন্তি সৌমি, ডন, নীলা ইসলাম, ববি, জেবা জান্নাত, শাকিলা পারভীন,
সামান্তা পারভেজ প্রমূখ।
০৭:৫৫ একক নাটক: ডোনার। রচনা: তানিন রহমান। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সামিরা খান মাহি, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমূখ।
০৯:৩০ একক নাটক: আধা ঘরওয়ালি। পরিচালনা: মুহিন খান। অভিনয়ে: শামীম হাসান সরকার, অহনা রহমান, শফিক খান দিলু, রিমু রেজা খন্দকার প্রমূখ।
১১:০৫ একক নাটক: ডানপিটে। রচনা: শফিকুর রহমান শান্তনু। পরিচালনা: রাকেশ বসু। অভিনয়ে: তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মাহিরা হাসান, মিলি বাশার প্রমূখ।
১২:২০ বিশেষ সঙ্গীতানুষ্ঠান: আমাদের গান। উপস্থাপনা: শান্তা জাহান।
প্রযোজক: মোহাম্মদ নূরুজ্জামান।
This post was last modified on জুলাই ১, ২০২৩ 11:07 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা চারপাশের নানা ঘটনার কারণে বিভ্রান্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনগণকে আধুনিক টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য ইউনিয়ন পর্যায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিপাকের গতি বাড়ানোর মূল কার্যকরী পন্থাগুলোই হলো স্বাস্থ্যকর খাবার খাওয়া,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ছোটপর্দার পাশাপশি বড়পর্দায়ও বাজিমাত করেছেন এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কুরস্কের পশ্চিমাঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনারা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলন্ত ট্রেন হতে এক যাত্রীর হাত ধরে বাইরে ঝুলে আছেন…