দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি রিয়েলমি উন্মোচন করেছে এর চ্যাম্পিয়ন সি-সিরিজের নতুন সংযোজন রিয়েলমি সি৫৩। এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে দেশজুড়ে।
এই স্মার্টফোনটিতে রয়েছে সেগমেন্ট-প্রথম দুর্দান্ত সব ফিচার। ধারণা করা হচ্ছে এইসব ফিচার বাজারে স্মার্টফোনের ফিচার সুবিধায় নতুন দৃষ্টান্ত তৈরি করবে।
ডিভাইসটিতে আরও রয়েছে গেমচেঞ্জিং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, ১২৮ জিবি স্টোরেজ সহ ১২ জিবি ডায়নামিক র্যাম ও আকর্ষণীয় ৭.৪৯ মিলিমিটারের আল্ট্রা স্লিম বডি। অনলাইন ও স্বশরীরে উপস্থিত হয়ে- দু’ভাবেই ডিভাইসটি কিনতে পারবেন আগ্রহীরা।
সি সিরিজের স্ট্র্যাটেজিক আপগ্রেড দ্বারা অনুপ্রাণিত হয়ে রিয়েলমি সি৩৫ -এ যুক্ত করা হয়েছে চার্জিং, স্টোরেজ এবং ডিজাইনে সেগমেন্টে-প্রথম সব ফিচার। ডিভাইসটির ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারির সাথে ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জের ফলে ব্যবহারকারীরা মাত্র ৩১ মিনিটের মধ্যেই স্মার্টফোনটি ৫০ শতাংশ চার্জ করতে পারবেন। টি৬১২ অক্টা-কোর চিপসেটের এ ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ১২ জিবি ডায়নামিক র্যাম এবং ১২৮ জিবি রম- যা এ স্মার্টফোন সেগমেন্টে সর্বোচ্চ। ডিআরই ডায়নামিক র্যাম এক্সপানশন প্রযুক্তির কারণে রিয়েলমি সি৫৩ -তে ৬ জিবি র্যাম সম্প্রসারণ করা যাবে; যে কারণে, ১২জিবি র্যাম ব্যবহারের অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। তাছাড়াও, অতিরিক্ত স্টোরেজ সুবিধায় রিয়েলমি সি৫৩ -তে একইসাথে দু’টি ন্যানো সিম কার্ড ও একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যাবে এবং ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধাও পাওয়া যাবে।
দুর্দান্ত এবং একইসঙ্গে স্বাচ্ছন্দ্যদায়ক নকশায় প্রস্তুত করা হয়েছে এই গেমচেঞ্জার ডিভাইসটি। ডিভাইসটিতে রয়েছে রাইট অ্যাঙ্গেল বেজেল। পেছনে চ্যাম্পিয়ন গোল্ড এবং মাইটি ব্ল্যাক রঙের দু’টি সংস্করণেই ব্যবহার করা হয়েছে শাইনি চ্যাম্পিয়ন ডিজাইন। ফোনটির পেছনে গোল্ডেন লাইন টেক্সচার এবং গোল্ডেন লাইট এফেক্ট মনে করিয়ে দিবে গোল্ডেন রিবন এবং স্পটলাইটের কথা, যা চ্যাম্পিয়ন মোমেন্টের আনন্দ এবং চ্যাম্পিয়নশিপের গর্বকেই প্রতিফলিত করে।
ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই প্রাইমারি ক্যামেরা সঙ্গে এফ/১.৮ অ্যাপারচার ও ৫পি লেন্স এবং এফ/৩.০ অ্যাপারচারের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেন্স। ফোনটির সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডিভাইসটির উদ্ভাবনী বিভিন্ন ইমেজ ফাংশনের মাধ্যমে সি৫৩ ব্যবহারকারীরা তাদের পছন্দমতো ছবিও তুলতে পারবেন।
সেইসঙ্গে, এই স্মার্টফোনটির ৬.৭৪ ইঞ্চি ও ৯০ হার্টজ হাই-লেভেল সুল স্ক্রিনে ব্যবহারকারীরা পিক ব্রাইটনেস পাবেন ৪৫০ নিটস এবং ফোনের ওপরে মিনি ড্রপ নচ নিশ্চিত করবে চমৎকার ভিউয়িং অভিজ্ঞতা।
পূর্বের সি৫৫ -এর মতো রিয়েলমি সি৫৩ -তেও রয়েছে অ্যান্ড্রয়েডের প্রথম মিনি ক্যাপসুল, যা স্ক্রিনে সবুজ, নীল এবং লাল রঙের মাধ্যমে ব্যাটারি সম্পর্কিত ৩ ধরনের স্ট্যাটাস যথা: সম্পূর্ণ চার্জ হয়ে গেছে, চার্জ হচ্ছে ও লো ব্যাটারি বা ফোনে চার্জ দেয়া প্রয়োজন, এ নোটিফিকেশন দিবে। তাছাড়াও, ব্যবহারকারীরা চাইলেই পরবর্তীতে ওটিএ (ওভার-দ্য-এয়ার) আপডেটের মাধ্যমে ডেটা ব্যবহার এবং স্টেপ স্ট্যাট ফাংশনও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে আরও রয়েছে ১৫০ শতাংশ আল্ট্রাবুম স্পিকার ও ফাস্ট-সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
তাই, আপনি যদি দুর্দান্ত একটি ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা নিতেই চান, তাহলে দেরি না করে কিনে ফেলুন
গেমচেঞ্জিং স্মার্টফোন রিয়েলমি সি৫৩। এই ফোনটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৭,৯৯৯ টাকা। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
>>>>>>>>>>>>>>
মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।
লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
১. সাধারণ ডেঙ্গুজ্বর
২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।
সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-
১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।
২. তীব্র মাথাব্যথা হওয়া।
৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।
৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।
৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।
৬. বমি বমি ভাব বা বমি হওয়া।
৭. ত্বকে র্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।
রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :
১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।
২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।
এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
অপরদিকে
জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।
ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:
১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।
৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org
This post was last modified on জুলাই ৩০, ২০২৩ 1:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতে মধু মাখলে বেশ উপকার পাওয়া যাবে। যে কারণে এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আসলে ২০২৫ সালের প্রযুক্তি–দুনিয়া কেমন যাবে, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…