পরিচ্ছন্নতা কর্মীদের চাঁদা তুলে কেনা লটারিতে মিলেছে ১০ কোটি রুপি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালার পরিচ্ছন্নতা কর্মীদের চাঁদা তুলে কেনা লটারিতে জিতেছে ১০ কোটি রুপির জ্যাকপট!

বিবিসির এক খবরে জানা যায়, গত জুন মাসে ১১ জন নারী পরিচ্ছন্নতা কর্মী চাঁদা তুলে এই লটারিটি কিনেছিলেন। এই সব নারী পরিচ্ছন্নতা কর্মীরা কেরালার মালাপ্পুরম জেলার পারাপ্পানগাদি শহরে বাসা বাড়ি থেকে গৃহস্থলী বর্জ্য সংগ্রহ করে থাকেন।

আর এই কাজ করে তারা প্রতিদিন সাধারণত ২৫০ রুপি পেয়ে থাকেন। এ ছাড়াও তারা মাঝে-মধ্যে স্থানীয় কর্পোরেশনের বর্জ্য থেকে সংগ্রহ করা বিভিন্ন জিনিস বিক্রি করে কিছু টাকাও উপার্জন করেন।

তবে তাদের উপার্যিত এই অর্থ পরিবারের ভরণপোষণ মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ নয়। অধিকাংশ নারী তাদের সন্তানদের লেখাপড়া এবং অন্য খরচের জন্য টাকা ধার করে চলেন।

সে কারণে তারা মাঝে-মধ্যে নিজেরা কয়েকজনে মিলে লটারির টিকিট কিনে থাকেন। ভারতে অনেক রাজ্যেই সধারণত লটারি অবৈধ। তবে কেরালা সরকার এই প্রোগ্রামটি নিজেই চালায়।

গত মাসে তারা কয়েকজন মিলে ২৫০ টাকার লটারি কিনেছিলেন। তাতেই তারা জিতে নিয়েছেন ১০ কোটি রুপি! তবে এই অর্থ তারা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।

>>>>>>>>>>>>>>

ডেঙ্গু প্রতিরোধ করবেন যেভাবে

মশা বাহিত একপ্রকার ভাইরাস জ্বর হলো ডেঙ্গু। এই জ্বর অন্যান্য ভাইরাস কিংবা ব্যাকটেরিয়াজনিত জ্বর থেকে ভিন্ন। অবশ্য এই জ্বর কোনোভাবেই ছোঁয়াচে নয়। এই ভাইরাস জ্বর এককভাবে বা অন্যান্য ভাইরাস (চিকুনগুনিয়া, ইয়েলো ফিভার, বার্মা ফরেস্ট, ফ্লু, রেসপাইরেটরি সিনসাইটিয়াল) এবং ব্যাকটেরিয়া (নিউমোক্কাস)-এর সঙ্গেও হতে পারে।

লক্ষণ ও জ্বরের তীব্রতার ওপর নির্ভর করে ডেঙ্গুজ্বরকে দুই ভাগে ভাগ করা হয়েছে।

১. সাধারণ ডেঙ্গুজ্বর

২. রক্তপাতসহ ডেঙ্গুজ্বর।

সাধারণ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে চোখে পড়ে মূলত নিচের এই লক্ষণগুলো-

১. হঠাৎ করে তীব্র জ্বর ও তা ২ থেকে ৭ দিন স্থায়ী হওয়া।

২. তীব্র মাথাব্যথা হওয়া।

৩. চোখের পেছনের অংশে ব্যথা হওয়া।

৪. জ্বরের সঙ্গে সঙ্গে সারা শরীরে লালচে ফুসকুড়ি চোখে পড়া।

৫. সম্পূর্ণ শরীরে তীব্র ব্যথা ও সেইসঙ্গে কোমরে ব্যথা।

৬. বমি বমি ভাব বা বমি হওয়া।

৭. ত্বকে র‌্যাশ বা লাল দানা দানা দেখা দেওয়া।

রক্তপাতসহ ডেঙ্গুজ্বরের ক্ষেত্রে :

১. ২ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তীব্র জ্বর সঙ্গে নাক, মুখ বা বমির সঙ্গে রক্ত যাওয়া।

২. জ্বরের পাশাপাশি বুকে বা পেটে পানি জমে যাওয়া।

এইসব লক্ষণের যে কোনো একটি লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

অপরদিকে

জ্বরের প্রথম ৩ দিন বাড়িতে অপেক্ষা করুন। অপরদিকে সারা শরীর পানি দিয়ে স্পঞ্জ করুন কিছুক্ষণ পরপর। এতে করে জ্বরের মাত্রা কমে আসবে। পর্যাপ্ত পরিমাণে পানি পান ও বিশ্রাম নিতে হবে। এরপরেও জ্বর না কমলে বা কিছু সময় পরপর বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়:

১. বাড়ির আশপাশ যতোটা সম্ভব পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করুন।

২. ঘরের ভেতরে থাকা ফুলের টব বা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন ও ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।

৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত ৩ বার স্প্রে বা ফগিং করুন।

৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সঙ্গে রাখতে পারেন।

৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা মশারি ব্যবহার করুন।

৬. যেখানে-সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন, কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।

৭. অপরদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির সঙ্গে সঙ্গে ম্যাট ব্যবহার করতে পারেন।

৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলায় ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে। সূত্র: https://dmpnews.org

This post was last modified on আগস্ট ৩, ২০২৩ 11:34 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

জুনেই মুক্তি পাচ্ছে আমির পুত্রের প্রথম সিনেমা ‘মহারাজা’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বড় পর্দায় নয় বরং ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আমির…

% দিন আগে

ভারতের জনমতকে প্রভাবিত করেছে ইসরায়েল: ওপেনএআই এর মন্তব্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে একটি ইসরায়েলি সংস্থা…

% দিন আগে

টাকার জন্য বাবার লাশ লুকিয়ে রাখলেন তার মেয়ে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকার জন্য মানুষ এমন কিছু নাই যা করতে পারে। এবার…

% দিন আগে

এমন দৃশ্যের উপরে কী আর কিছু হতে পারে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ৩ জুন ২০২৪ খৃস্টাব্দ, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

প্যাকেটের দুধ খেয়েও হাড়ের ব্যথা কমছে না! তাহলে কী করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকেই প্যাকেটের দুধ কেনেন। এতে করে শুধু দুধ খাওয়াই সার…

% দিন আগে

নারায়ণগঞ্জে ইউসিবির উদ্যোগে কৃষি, প্রাণিসম্পদ এবং মৎস্যখাতের উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৩০ মে ২০২৪ নারায়ণগঞ্জ জেলার নিউ বাঁধন কমিউনিটি সেন্টারে ইউনাইটেড…

% দিন আগে